বিশ্বব্যাপী চলমান মন্দার মধ্যে প্রযুক্তিখাতে চলছে কর্মী ছাঁটাইয়ের এক মহোৎসব। একের পর এক কর্মী ছাঁটাই করছে টেক জায়ান্টগুলো। এবার এ পথেই পা বাড়াল জনপ্রিয় টেকনোলজি প্রতিষ্ঠান ডেল।
সোমবার (৬ ফেব্রুয়ারি) ব্লুমবার্গ নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ব্যক্তিগত কম্পিউটাররে চাহিদা কমে যাওয়ায় ডেল টেকনোজি প্রতিষ্ঠান শিগগিরই ৬ হাজার ৬৫০ জন কর্মীকে ছাঁটাই করার পরিকল্পনা করছে; যা তাদের বৈশ্বিক কর্মীসংখ্যার প্রায় ৫ শতাংশ।
ডেলের সহকারি চিফ অপারেটিং অফিসার জেফ ক্লার্ক কর্মচারীদের এক চিঠিতে জানিয়েছেন, প্রতিষ্ঠানিটি বাজারে চলমান প্রতিকূল পরিবেশের সম্মুখীন হচ্ছে। এতে করে অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
তিনি আরও বলেন, নতুন কর্মী নিয়োগ ও ভ্রমণের প্রবণতা কমানোসহ ব্যয় কমানোর নানা পন্থা অবলম্বন করেও প্রতিষ্ঠানের ব্যয় কমানো সম্ভব হচ্ছে না। তাই বাধ্য হয়েই কর্মী ছাঁটাই করতে হচ্ছে।
এ ব্যাপারে কোম্পানিটির একজন মুখপাত্র জানান, সংকটের সময় মূলত কোম্পানিকে ঢেলে সাজানো ও জনবল কমালে প্রতিষ্ঠান লাভবান হতে পারে। এছাড়া প্রতিষ্ঠানের দক্ষ জনবল গড়ে তোলার একটি সুযোগও তৈরি হয়।
ডেল ছাড়াও পৃথিবীর বিভিন্ন প্রযুক্তিভিত্তিক নির্মাতা ও সেবাদাতা প্রতিষ্ঠানও একই পথে হাঁটছে। এর আগে মাইক্রোসফট, অ্যামাজন ও গোল্ডম্যানের মত বড় প্রতিষ্ঠানগুলোও উচ্চ মূল্যস্ফীতি ও সুদের হারের ঊর্ধ্বগতির কবলে পড়ে। এতে প্রতিষ্ঠানগুলো মন্দা পরিস্থিতি মোকাবেলায় প্রায় কয়েক হাজার কর্মী ছাঁটাই করেছে।
এদিকে চলতি বছরের জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রযুক্তি সংস্থাগুলো মন্দার কারণে কর্মী ছাঁটাইয়ের পরিমাণ বাড়িয়েছে। যা গত দুই বছরের মধ্যে দেশটির দ্বিতীয় সর্বোচ্চে পৌছেঁছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply