বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে শুরুর তিনটি ম্যাচই হেরে বসে বর্তমান চ্যাম্পিয়ন ও আসরের ইতিহাসে সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সেই দলটিকে নিয়ে যখন সবাই আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন তখনই ধ্বংসস্তুপ থেকে জেগে উঠল তারা। এরপর টানা তিন জয়ে সেই কুমিল্লা এখন টেবিলের তৃতীয় স্থানে। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তারা ৩৩ রানে হারায় ঢাকা ডমিনেটর্সকে।
৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার, ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল, এরপরই ইমরুল কায়েস, লিটন দাসের কুমিল্লা। আজ সন্ধ্যায় রংপুর রাইডার্সের কাছে বরিশাল না হারলে তিনেই থাকবে কুমিল্লা।
১৮৫ রানের বড় টার্গেটে ব্যাটিং করতে নামা ঢাকা শেষের দিকে জ্বলে উঠলেও শেষ পর্যন্ত জেতা হয়নি। অধিনায়ক নাসির হোসেন (৪৫ বলে ৬৬*) ও আরিফুল হক (১৭ বলে ২৪*) পঞ্চম উইকেটে ৪১ বলে ৬৬ রান তুললেও তা দলকে জেতানোর জন্য যথেষ্ট ছিল না। কেননা শেষ ২৪ বলে তাদের প্রয়োজন পড়ে ৮২ রান!
এর আগে পাকিস্তানি ব্যাটার খুশদিল শাহর ঝড়ো ব্যাটিংয়ে লণ্ডভণ্ড হয় ঢাকার বোলিং অ্যাটাক। ১৮ বলে হাফসেঞ্চুরি করা এই ক্রিকেটার ২৪ বলে ৬৪ রান করে আউট হয়ে যান। আরেক পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান ৪৭ বলে ৫৫ ও ইমরুল কায়েস ২৬ বলে ৩৩ রান করেন। ম্যাচসেরা হন খুশদিল শাহ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply