
দীর্ঘ ৬৭ দিনের নিরবিচ্ছিন্ন আন্দোলনের মুখে অবশেষে সারা দেশের নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তির লক্ষ্যে সরকার গণবিজ্ঞপ্তি জারি করায় নিজেদের লাগাতার অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে “সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ”। আজ বুধবার (৭ জানুয়ারি) রাত ৮:৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
গত ৬৭ দিন ধরে হাড়কাঁপানো শীত ও নানা প্রতিকূলতা উপেক্ষা করে জাতীয় প্রেসক্লাবের সামনে খোলা আকাশের নিচে অবস্থান করছিলেন নন-এমপিও শিক্ষকরা। আজ ছিল তাঁদের আন্দোলনের ৬৭তম দিন। আন্দোলন চলাকালীনই সরকারের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির লক্ষে এমপিও নীতিমালা-২০২৫ জারি হয়েছে এবং আজ গণবিজ্ঞপ্তি জারি হলো। একে শিক্ষকদের দীর্ঘদিনের ত্যাগের জয় হিসেবে দেখছেন আন্দোলনকারীরা।
গণবিজ্ঞপ্তি জারির খবর ছড়িয়ে পড়ার পরপরই শিক্ষকদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের নেতৃবৃন্দ তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে প্রধান সমন্বয়ক অধ্যক্ষ সেলিম মিয়া বলেন, “আমাদের দীর্ঘদিনের নায্য দাবি আদায়ের লক্ষ্যে আমরা ৬৭ দিন ধরে রাজপথে ছিলাম। সরকার অবশেষে এমপিওভুক্তির লক্ষ্যে গণবিজ্ঞপ্তি জারি করেছে, যা আমাদের প্রাথমিক বিজয়। সরকারের এই সিদ্ধান্তে মাননীয় প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিবসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা এবং আন্দোলনরত শিক্ষক কর্মচারীদের ধন্যবাদ জানাই। এই সরকারের মেয়াদেই এমপিওভুক্তির কোড চাই।
সংবাদ সম্মেলনে মূখ্য সমন্বয়ক অধ্যক্ষ নাজমুছ শাহাদাৎ আজাদী বলেন, এমপিওভুক্তি দেশের ঝুলে থাকা হাজার হাজার শিক্ষক ও তাঁদের পরিবারের মুখে হাসি ফোটাবে। তবে তিনি আশা প্রকাশ করেন যে, গণবিজ্ঞপ্তি অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে যাচাই-বাছাই শেষ করে শিক্ষকদের বেতন-ভাতা নিশ্চিত করা হবে।
সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মনিমুল হক বলেন যে, শূণ্য বলেন থেকে যাত্রা শুরু করে আমাদের এই অর্জন। সারাদেশের সকল জেলা এবং উপজেলার নন এমপিও শিক্ষক এবং সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে ধন্যবাদ জানাই। আমি আশা করি দ্রুত সময়ের মধ্যেই সরকারের পক্ষ থেকে কারীগরি ও মাদ্রাসা বিভাগের অবশিষ্ট কাজ সম্পন্ন করে একসঙ্গেই এমপিওভুক্তির কাজ হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মূখ্য সমন্বয়ক অধ্যক্ষ দবিরুল ইসলাম, সমন্বয়ক অধ্যক্ষ সাজ্জাদ হোসেন, অধ্যক্ষ আব্দুস সালাম, অধ্যক্ষ বাকী বিল্লাহ, সহ-সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ ইমরান বিন সোলাইমান, সমন্বয়ক প্রধান শিক্ষক হাবিবুর রহমান বাবুল, মাওলানা মোবারক হোসেন, প্রভাষক গোলাম মোস্তফা, সহকারী প্রধান শিক্ষক এনামুল হক, মিজানুল হক মামুন, প্রধান শিক্ষক আবু বকর মোঃ এরশাদুল হক, সুপার ফরহাদ হোসেন বাবুল, অধ্যক্ষ আবতাবুল আলম, প্রভাষক রায়হান কবির, প্রভাষক মোঃ হাবিবুল্লাহ, অধ্যক্ষ মিজানুর রহমান ভূইয়া, সহকারী শিক্ষক জাহিদ হোসেনসহ আরো অনেকে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply