
৭ জানুয়ারি ২০২৬ বুধবার বিকেল ৪ টায় পুরানা পল্টন আজাদ সেন্টারে অধ্যক্ষ উপাধ্যক্ষ ফোরামের উদ্যোগে অধ্যক্ষ মোঃ মাইন উদ্দিনের সভাপতিত্বে উপাধ্যক্ষ মোঃ আবদুর রহমানের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা নিন্মলিখিত ১৪ দফা দাবি জানান-
০১/ সরকারির ন্যায় বেসরকারি শিক্ষক কর্মচারিদের ১ বছরের পিআরএল এর ব্যবস্থা করতে হবে।
০২/ হাইকোটের রায় মোতাবেক যারা অবসরে গেছেন তাদের ৬ মাসের মধ্যে অবসর ও কল্যাণ ভাতা প্রদান, যারা অবসরে যায়নি তাদের সরকারিরদের পেনশন প্রদান করতে হবে।
০৩/ সর্ব জননী বদলি যাদের কোড আছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারিদের বদলি করতে হবে।
০৪/ এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সহযোগী অধ্যপক ও অধ্যাপক পদ নেই, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদ সৃষ্টি করতে হবে।
০৫/ নিরীক্ষা অধিদপ্তর কর্তৃক অযথা হয়রানি বন্ধ করতে হবে।
০৬/ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের অনিয়োম দুর করতে হবে।
০৭/ অধ্যক্ষ উপাধ্যক্ষদের একটি উচ্চতর স্কেল প্রদান করতে হবে।
০৮/ অধ্যক্ষ উপাধ্যক্ষদের আইসিটি ও প্রশাসনিক প্রশিক্ষণের ব্যবস্থা বার বার করতে হবে।
০৯/ প্রতিটি প্রাথমিক বিদ্যালয় ১ জন করে ধর্ম শিক্ষক, মাধ্যমিকে হেড মাওলানা ও শিক্ষার সর্বস্তরে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।
১০/ এনসিটিবি/ পাঠ্যপুস্তক বোর্ডে প্রতি বিষয়ে ১৩/১৪ জন এনাম কমিশনের সুপারিশ অনুযায়ী বিষেশজ্ঞ থাকার কথা সেই সুবাধে ইসলামিক স্টাডিজ ও আরবি বিভাগে ১৪×২=২৮ মোট ২৮ জন থাকার কথা দু: খের বিষয় ১ জন ও নেই, অবিলম্বে ১৪×২= ২৮ জন ইসলামি শিক্ষা ও আরবিতে পদায়ন করতে হবে।
১১/ অধ্যক্ষ উপাধ্যক্ষদের যেহেতু স্কেল দেয়া হচ্ছে সেহেতু তাঁদের নামের সাথে MPO সীটে অধ্যাপক লিখা এবং অধ্যক্ষ উপাধ্যক্ষদের শিক্ষা বোর্ড, শিক্ষা অধিদপ্তর, জাতীয় বিশ্ববিদ্যালয়, পাঠ্যপুস্তক বোর্ডে যোগ্যতা অনুযায়ী পদায়ন করা।
১২/ মাদরাসার জন্য প্রত্যেক জেলা উপজেলায় উপজেলা মাদরাসা শিক্ষা অফিসার ও জেলা মাদরাসা শিক্ষা অফিসার পদ সৃষ্টি করা।
১৩/ অবসর ও কল্যাণ বোর্ড: অবসর ও কল্যাণ বোর্ড এর সদস্য সচিব সহ অনেক গুলো পদ বেসরকারি কলেজের অধ্যক্ষদের যা যুগ যুগ ধরে চলে আসছে, এই পদ গলা কোন সরকারি কলেজের অধ্যক্ষ অথবা প্রফেসর এর দখল করার পদ নয় অথবা অবসরপ্রাপ্ত কোন মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে এমন কোন ব্যক্তি দাবি করলে ই তাকে বসানো যাবে না তাই অবিলম্বে অবসর ও কল্যাণ বোর্ডে বিধি মোতাবেক জরুরি ভাবে বেসরকারি কলেজ অধ্যক্ষদের মধ্যে থেকে কাউকে নিয়োগ করা হোক।
১৪/ শিক্ষা ব্যবস্থা জাতীয় করণ: শিক্ষায় সরকারি বেসরকারি বৈষম্য নিরসনের একমাত্র সমাধান শিক্ষা ব্যবস্থা জাতীয় করণ, তাই এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয় করণ করতে হবে, জাতীয় করণ করা হলে শিক্ষায় সকল বৈষম্য দূরীকরণ হবে।
সভায় বক্তব্য রাখেন যথাক্রমে, অধ্যক্ষ ড. নজরুল ইসলাম মারুফ আল মাদানী, অধ্যক্ষ শাহ মাহমুদুল হাসান ফেরদৌস আল মাদানী,অধ্যক্ষ প্রফেসর ঈমাম জাফর, অধ্যক্ষ ড, মুহিউদ্দিন আহমেদ, অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন, অধ্যক্ষ মুহাম্মদ মতিউর রহমান,অধ্যক্ষ মোঃ আনিসুল হক, অধ্যক্ষ মাওলানা তাজুল আলম, অধ্যক্ষ মাওলানা মুজির উদ্দিন,অধ্যক বদিউল আলম সরকার,অধ্যক্ষ শরীফ আবু হানিফ, অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমা,অধ্যক্ষ এম এ মতিন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply