প্রতিবেদনে উঠে এসেছে, হ্যাকাররা ব্যবহারকারীদের ইমেইল হ্যাক করার পর সেগুলো একটি অনলাইন হ্যাকিং ফোরামে পোস্ট করেছেন।
ইসরাইলি সাইবার-নিরাপত্তা-মনিটরিং ফার্ম হাডসন রকের সহ-প্রতিষ্ঠাতা অ্যালোন গ্যাল সামাজিক মাধ্যমে এ ঘটনাকে এ যুগের সবচেয়ে ভয়াবহ চুরি হিসেবে বর্ণনা করেছেন।
গ্যাল লিংকডইনে লিখেছেন, দুর্ভাগ্যজনকভাবে প্রচুর হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে, গ্রাহকের তথ্য চুরি করা হয়েছে। তবে গ্যালের বক্তব্য নিয়ে টুইটার কোনো মন্তব্য করেনি। এ ঘটনায় টুইটার কোনো তদন্ত শুরু করেছে কি না তাও স্পষ্ট নয়।
ফোরামে প্রকাশিত তথ্যগুলোর সত্যতা আছে কিনা কিংবা এগুলো টুইটার ব্যবহারকারীদেরই তথ্য কিনা, তা সংবাদমাধ্যমগুলো স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।
তবে টুইটারসহ অন্যান্য সামাজিক মাধ্যমে হ্যাকার ফোরামের পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়েছে। কারা এই হ্যাক করেছে বা কোথা থেকে হ্যাকিং হয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
বেশ কয়েকটি মিডিয়া প্রতিবেদনে দাবি করা হয়েছে , টুইটারে ব্যবহারকারীদের তথ্য চুরির ঘটনাটি ইলন মাস্ক কোম্পানির দায়িত্ব নেয়ার আগেও ঘটেছে। যদিও এত বড় ডেটা চুরির ঘটনা নিয়ে মুখ খোলেনি টুইটার কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে একই ধরনের ঘটনা সামনে এসেছিল। ওই সময় প্রায় ৪০ কোটি ব্যবহারকারীর ডেটা চুরি হয়েছিল।
গত বছরের এপ্রিলে ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কিনে নেন ইলন মাস্ক। এরপর থেকেই টুইটারে একাধিক পরিবর্তন আনার কথা বলেছিলেন তিনি। এরমধ্যে অন্যতম ছিল ব্যবহারকারীদের তথ্যের সুরক্ষা।
সূত্রঃ এনডিটিভি
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply