
শাকিল আহম্মেদ, স্টাফ রিপোর্টার: দীর্ঘ ১৭ বছরের লন্ডনের নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।তাকে সংবর্ধনা জানাতে ৩০০ ফিটে জনসমাবেশ আয়োজন করবে বিএনপি।বিএনপির এ জনসমাবেশ সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রস্তুতি সভা করেছেন রূপগঞ্জ উপজেলা তাঁতীদল। ২১ শে ডিসেম্বর রবিবার সন্ধায় উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা এলাকায় এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় রূপগঞ্জ উপজেলা তাঁতীদলের আহব্বায়ক মোরশেদ আলমের সভাপতিত্বে ও উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন মুন্নার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের সভাপতি এডভোকেট মোস্তাফিজুর রহমান শুক্কুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম রফিক।
এছাড়া এসময় আরো উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিল্লাত হোসেন, রূপগঞ্জ উপজেলা তাতীদলের যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন পাশা, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ হোসেন চিশতী, কায়েতপাড়া ইউনিয়ন তাঁতীদলের সদস্য সচিব মিজানুর রহমান মিজান, রূপগঞ্জ ইউনিয়ন তাঁতীদলের সদস্য সচিব নাইম মিয়া, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন,জাহাঙ্গীর আলম প্রমুখ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply