রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শহিদ বুদ্ধিজীবী দিবসে সকল শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ডিআরইউ’র শ্রদ্ধা নিবেদন অথৈ শ্রদ্ধাঞ্জলী (বিনম্র শ্রদ্ধা): এম এইচ রশীদ ময়মনসিংহ বধ্যভূমি স্মৃতিস্তম্ভে বুদ্ধিজীবী দিবসে পুষ্পস্তবক অর্পণ প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোটদানে আগ্রহ বাড়ছে, নিবন্ধন ৩.৭০ লাখ নতুন দাম ঘোষণা, আজ থেকেই রুপার বাজারে পরিবর্তন হাদি হামলা মামলায় মোটরসাইকেল চালক শনাক্ত, মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ আদালতে আজ উপস্থিত হবেন গুম-খুন মামলার ১৫ সেনা কর্মকর্তা জৈন্তাপুরে বাস তল্লাশি করে ৬৫পিছ কম্বল সহ আটক ১ আমদানির পরও পেঁয়াজের মূল্যবৃদ্ধি অব্যাহত, কেজি ১৪০–১৫০

নতুন দাম ঘোষণা, আজ থেকেই রুপার বাজারে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯ Time View

সোনার সাথে সাথে দেশের বাজারে বাড়ানো হয়েছে রুপার দামও। সিদ্ধান্ত অনুযায়ী, আজ রোববার (১৪ ডিসেম্বর) থেকে রুপা বিক্রি হবে নতুন দামে।

সবশেষ গত ১৩ ডিসেম্বর রাতে দেয়া এক বিজ্ঞপ্তিতে রুপার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৩২৬ টাকা বাড়িয়েছে সংগঠনটি।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের রুপার দাম পড়বে ৪ হাজার ৫৭২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৩৬২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৭৯৯ টাকা।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, রুপার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে সবশেষ চলতি বছরের ২৭ অক্টোবর সমন্বয় করা হয়েছিল রুপার দাম। সে সময় ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১ হাজার ২২৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছিল ৪ হাজার ২৪৬ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছিল ২ হাজার ৬০১ টাকা। যা কার্যকর হয়েছিল ২৮ অক্টোবর থেকে।

চলতি বছর এখন পর্যন্ত ১০ম বার সমন্বয় করা হয়েছে রুপার দাম। এর মধ্যে বেড়েছে ৭ বার, আর কমেছে মাত্র ৩ বার। আর গত বছর সমন্বয় করা হয়েছিল ৩ বার।

এদিকে, ভরিতে ৩ হাজার ৪৫২ টাকা বাড়িয়ে একভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫ হাজার ৮০০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৬ হাজার ৩৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৬ হাজার ৮৩৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ নিয়ে চলতি বছর মোট ৮৫ বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ৫৮ বার, আর কমেছে মাত্র ২৭ বার। আর ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS