
ঢাকা, ৮ ডিসেম্বর ২০২৫: জাতীয় পার্টি (জেপি) ও সবেক পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে সদ্য ঘোষিত জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোটের সঙ্গে বাংলাদেশ জাতীয় পার্টি’র সংপৃক্ততার যে খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে উহা সঠিক নয় এবং এই জোটের সাথে বাংলাদেশ জাতীয় পার্টি (নিবন্ধন নং ২৮, প্রতীক- কাঠাল) এর কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্ট’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ এন এম সিরাজুল ইসলাম ও মহাসচিব জাফর আহম্মদ জয়।
আজ (সোমবার) এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বাংলাদেশ জাতীয় পার্টি নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত রাষ্ট্রস্বীকৃত রাজনৈতিক দল। আমাদের নিবন্ধন নং ২৮ ও দলীয় নির্বাচনী প্রতীক কাঁঠাল।
বিগত দিনে বাংলাদেশের মানুষের ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠার গণতান্ত্রিক সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহন করেছে। জাতীকে ঐক্যবদ্ধকরে একটি ভীতিহীন ও মানবিক সমাজ বিনির্মানে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply