ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ভৈরবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
সোমাবার (০১ ডিসেম্বর) সকাল ১১টায় ভৈরব প্রেসক্লাবের আহ্বায়ক সাংবাদিক মোস্তাফিজ আমিনের সভাপতিত্বে ভৈরব প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভৈরব বাজার জামে মসজিদের মোয়াজ্জিন মাওলানা আক্তার হোসেন ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, বিএনপির সহ-সভাপতি রিয়াজ মারুকী শাহিন, যুগ্ম সম্পাদক মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভিপি সাইফুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মজিবুর রহমান, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি জাহিদুল হক জাবেদ, প্রেস ক্লাবের আহবায়ক মোস্তাফিজ আমিন, সদস্য সচিব সোহেলুর রহমান, উপজেলা যুব দলের সদস্য সচিব আল মামুন, পৌর যুব দলের আহবায়ক হানিফ মাহমুদ, উপজেলা শ্রমিক দলের আহবায়ক আদিলুজ্জামান দুলালসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বিএনপি সভাপতি রফিকুল ইসলাম বলেন, বিগত সরকার আপোষহীন নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছে তাকে রাজনীতি থেকে সরাতে। শুধু তাই নয় তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে স্লো-পয়জন দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করেছে । স্লো-পয়জন শরীরে ঢুকে বিভিন্ন রোগ শরীরে বাসা বেধেছে। আজ তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাই তার সুস্থতার জন্য তিনি দেশবাসী সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন। আলোচনা সভা শেষে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply