মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জীবনরক্ষাকারী ওষুধের মূল্য দাম নির্ধারণ সরকারকে নির্ধারণ করার নির্দেশ দিয়েছেন আদালত রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া শেওড়াপাড়া মেট্রো স্টেশন থেকে আট কেজি গাঁজাসহ বাবা-মেয়ে আটক গণভোটের দাবিতে জনতার ঐক্য ও বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ ওয়েলডিং দর পতনের শীর্ষে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লেনদেনের শীর্ষে আইএফআইসি ব্যাংক দর বৃদ্ধির শীর্ষে খেলাপি ঋণগ্রহীতাদের জন্য পুনঃতফসিলের সুযোগ বাড়াল বাংলাদেশ ব্যাংক অ্যামাজন-ইবে ব্যবহার করে সরাসরি বিদেশে পণ্য বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

জীবনরক্ষাকারী ওষুধের মূল্য দাম নির্ধারণ সরকারকে নির্ধারণ করার নির্দেশ দিয়েছেন আদালত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৩৭ Time View

জীবনরক্ষাকারী ওষুধের মূল্য নির্ধারণ বিষয়ে সরকারের ক্ষমতা সীমিত করে ১৯৯৪ সালে জারি করা সার্কুলারকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে জনগণের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে জীবনরক্ষাকারী সব ওষুধের মূল্য সরকারকে নির্ধারণ করার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৪ নভেম্বর) বিচারপতি মো. রেজাউল হাসান এবং বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রকাশ করেছেন। এর আগে গত ২৫ আগস্ট ঘোষিত রায়টি আজ প্রকাশ করা হয়েছে।

সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ আদালতে বলেন, ওষুধ যেহেতু জীবনরক্ষার অপরিহার্য উপাদান, মূল্য বৃদ্ধি ও নিয়ন্ত্রণহীনতা সরাসরি নাগরিকের বেঁচে থাকার অধিকারের সঙ্গে সম্পর্কিত। তাই সরকারের ক্ষমতা সীমিত করার ওই সার্কুলার মৌলিক অধিকারের পরিপন্থি।

এর আগে ওষুধের মূল্য নিয়ন্ত্রণ সংক্রান্ত ওই সার্কুলারকে চ্যালেঞ্জ করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) ২০১৮ সালে জনস্বার্থে একটি রিট পিটিশন দায়ের করে। রুল জারির পর দীর্ঘ শুনানি শেষে বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল নিষ্পত্তি করে এই নির্দেশনা দেন।

রায়ে আদালত বলেন, ১৯৮২ সালের ওষুধ (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, যা বর্তমানে ওষুধ ও কসমেটিক্স আইন, ২০২৩-এ প্রতিস্থাপিত হয়েছে, তার বিধান অনুযায়ী ওষুধের যৌক্তিক মূল্য নির্ধারণ সরকারের এখতিয়ার। সেই নির্দেশনা লঙ্ঘন করে ২৬ ফেব্রুয়ারি, ১৯৯৪-এর সার্কুলারে সরকার ১১৭টি ওষুধ ছাড়া বাকি সব ওষুধের মূল্য নির্ধারণের ক্ষমতা উৎপাদনকারী প্রতিষ্ঠানের হাতে দিয়ে যে সিদ্ধান্ত নেয়—তা আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

রিটের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ আদালতে বলেন, ওষুধ যেহেতু জীবনরক্ষার অপরিহার্য উপাদান, মূল্য বৃদ্ধি ও নিয়ন্ত্রণহীনতা সরাসরি নাগরিকের বেঁচে থাকার অধিকারের সঙ্গে সম্পর্কিত। তাই সরকারের ক্ষমতা সীমিত করার ওই সার্কুলার মৌলিক অধিকারের পরিপন্থি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS