বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের, আসন্ন জাতীয় নির্বাচন ও রমজানে মূল্যস্ফীতির আশঙ্কা বিদ্যানন্দপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহ আলমের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস পালিত প্রথম প্রান্তিক প্রকাশ করেছে একমি পেস্টিসাইডস আরও কমলো স্বর্ণের দাম ২২ বছর অপেক্ষা, ভারতকে ভারতকে ১-০ গোলে হারালো বাংলাদেশ বিশিষ্ট বীজ ব্যবসায়ী মো. শাহজাহান আলী আর নেই ভালুকায় বিএনপি’র মনোনীত প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার মূল্য পুনঃনির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে

উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৩৩ Time View

ঢাকা (উত্তর), ১৮ নভেম্বর ২০২৫ (বাসস): সিইউ এলামনাই সোসাইটি উত্তরা কর্তৃক আয়োজিত ৬০তম “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস” অত্যন্ত আনন্দঘন, উৎসবমুখর পরিবেশে উদযাপিত হল উত্তরাস্থ প্যান ডে এশিয়ার হল ঘরে।

প্রতি বছরের মতো এবারও সিইউ এলামনাই সোসাইটি উত্তরা সফল ও সুশৃংখল আরেকটি আয়োজন সম্পন্ন করলো।

অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে নবীন প্রবীনের এক বিশাল মিলন মেলায় পরিণত হয়েছিল। ১০ম থেকে ৫২ তম ব্যাচের প্রাক্তন ছাত্র ছাত্রীরা এই অনুষ্ঠানে যোগ দেন।

পবিত্র কোরান তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ২২তম ব্যাচের শাহাদাৎ হোসেন যিনি এই সুন্দর ও সুশৃংখল আয়োজনের মূখ্য ভূমিকা পালন করেন।

অতঃপর বিভিন্ন ব্যাচের বেশ কয়েকজন স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানের এই পর্ব উপস্থাপনা করেন ২৪ তম ব্যাচের বিশিষ্ট লেখক মো ওয়াকিলুর রহমান।

দ্বিতীয় পর্বে ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। এর পর পরই ছিল অতিথি শিল্পীদের পরিবেশনায় আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত পরিবেশন করেন শিল্পী পপি নিগার সুলতানা ও তাঁর দল। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট কবি ও গায়ক ১৬তম ব্যাচের মনজু আলম।

বিশ্ববিদ্যালয় দিবসের আরেকটি স্মরণীয় পর্ব কেক কাটা, আয়োজক কমিটির সদস্যবৃন্দ এই পর্বে অংশগ্রহণ করেন। এই পর্ব পরিচালনা করেন মুখ্য আয়োজক শাহাদাৎ হোসেন।

রাতের খাবার পরিবেশন করার পরপরই আরেকটি আকর্ষণীয় ফ্রী রেফেল ড্র পর্বটি শাহানারা বেগম স্বপ্না, আংগিনা চৌধুরী ও মোস্তাফিজ তরুনের পরিচালনায় সম্পন্ন হয়।

শুধু উত্তরার নয়, ঢাকায় অবস্হানরত বিভিন্ন অঞ্চল ও সুদুর চট্টগ্রাম থেকে প্রাক্তন শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত। উপস্থিত ছিলেন সাবেক চাকসু ভিপি ও ঢাকা ১০ আসনে জামায়াতের এমপি প্রার্থী অ্যাড. জসিম উদ্দিন সরকার ও ঢাকা ১৮ আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক, সাউথইস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ফখরুদ্দীন চৌধুরী, ব্যারিস্টার মোতাসিম বিল্লাহ ফারুকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মমতাজ উদ্দিন পাটোয়ারী, আয়োজকদের পক্ষে এবিএম মহিউদ্দিন, ইউল্যাবের সহযোগী অধ্যাপক ড. শামসুদ্দিন আহমেদ, আইইউটির ড. আবুল কালাম আজাদ ও ড. মোহাম্মদ শামসুদ্দিন ফরহাদ, উত্তরা ইউনিভার্সিটি বাংলা বিভাগের প্রধান সালাউদ্দীন কাদের, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুল আলম, মেজবাহ উদ্দিন নাঈম ও শাহাদাত হোসেন, ফখরুল ইসলাম, রেজাউল করিম, এম ওয়াই মনসুর ও শাহনাজ হোসাইনসহ প্রায় তিন শতাধিক চবিয়ান এই অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি চবিয়ানদের এক মিলনমেলায় পরিনত হয়েছে।

১১তম ব্যাচের জনাব আহসানুল বারীর ধন্যবাদ জ্ঞাপন বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS