নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে আরও পাঁচটি মামলায় গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৮ই নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের দুটি পৃথক আদালতে এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়।
জানা যায়, এর মধ্যে ফতুল্লা থানার চারটি হত্যা মামলা এবং সদর থানায় পুলিশের কাজে বাধা দেওয়ার একটি মামলা রয়েছে। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুনের আদালতে সদর থানায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগের মামলাটি এবং অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইমুনা আকতার মনির আদালতে ফতুল্লা থানার চারটি হত্যা মামলার শুনানি হয়।
আদালতে ডা. আইভীর অনুপস্থিতিতে মামলার শুনানি শেষে তাকে এসব মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এবিষয়ে আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, যে পাঁচটি মামলায় তাকে নতুন করে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে, সেসব মামলার এজাহারে ডা. আইভীর নাম নেই। মূলত তাঁর জামিন বিলম্বিত করার উদ্দেশ্যেই নতুন করে এসব মামলা সাজানো হয়েছে। আমরা আদালতের এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।
উল্লেখ্য, এর আগে গত ৯ই মে ডা. সেলিনা হায়াত আইভীকে তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যে তার বিরুদ্ধে দায়ের করা আগের পাঁচটি মামলায় হাইকোর্ট থেকে জামিন মিললেও পরবর্তীতে সেই জামিন আদেশ স্থগিত করা হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply