ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে বিশ্ব ডায়াবেটিকস সচেতনতা দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১২টায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল প্রাঙ্গণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির আয়োজনে এক বিশাল র্যালী অনুষ্ঠিত হয়েছে। পরে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.কিশোর কুমার ধর বলেন, আজকে বিশ্ব ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষ্যে জনগণকে স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে এই ধরণের আয়োজন। জনসাধারণের ডায়াবেটিস স্বাস্থ্য সচেতনার জন্য সরকারী হাসপাতাল থেকে বিনামূল্যে পরীক্ষা করানোর ব্যবস্থা রয়েছে। যদি ডায়াবেটিস হয়ে থাকে তাহলে নিয়মিত ঔষধ ও নিয়মিত স্বাস্থ্য সচেতন হলে এই সমস্যা সমাধান হয়ে যাবে বলে তিনি জানান।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.কিশোর কুমার ধর। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার ডা. আব্দুল করিম, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ব্যবস্থাপক সোলায়মান মিয়া, ব্র্যাক স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল ওয়াহাব, তাসলিমা বেগম, রুবেল দাস, মুন্নী আক্তারসহ ভৈরব স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply