ইমন মাহমুদ লিটন, ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি: “সরিষা চাষ বাড়াবো তেলের চাহিদা মেটাবো সরিষা চাষে ভরবো দেশ স্বনির্ভর হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভৈরবে ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরন অনুষ্টিত হয়েছে। অনুষ্টানের উদ্বোাধন করেন প্রধান অতিথি উপজেল নির্বাহী অফিসার শবনম শারমিন। আজ রবিবার সকাল ১১ টার সময় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা বঙ্গবন্ধু হল রোমে এ অনুষ্টান অনুষ্টিত হয়।
বিনা মুল্যে ৯৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক কৃষাণীদের গম সরিষা সুর্যমূখী চিনা বাদাম পিয়াজ মুগ ও মসুর বীজ ও ডিএপি ও এমওপি সার বিতরন করা হয়। প্রত্যেক কৃষক কৃষাণীদের মাঝে এক কেজি করে বীজ ও দশ কেজি করে সার দেওয়া হয়। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কৃষি অফিসার মতিউর রহমান। অনুষ্টানে সভাপতিত্ব করেন অতিরিক্ত কৃষি অফিসার রফিকুল ইসলাম। সার্বিক সঞ্চালনায় ছিলেন উদ্ভিধ সংরক্ষণ অফিসার মিজানুর রহমান। অনুষ্টানে উপসহকারিবৃন্ধসহ বিভিন্ন কর্মকর্তাগনও উপস্থিত ছিলেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply