মোঃ রুবেল মিয়া, অষ্টগ্রাম(কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোগঞ্জের অষ্টগ্রামে বাঙ্গালপাড়ায় মেঘনা নদীতে পানির স্রোতের থেমে থেমে ভাঙছে ৯নম্বর ওয়ার্ডের নদীর তীরের বাড়িঘর। গত কিছুদিনে প্রায় ১০০০ ফোট তীর নদীতে বিলীন হয়েছে।
এলাকাবাসী জানান গ্রামের পূর্বদিকে রাতে ঘুমন্ত অবস্থায় পানির স্রোতে দুইটি ঘর ভেঙ্গে নদীতে পড়ে যাই। এসময় ১২ বছরের একটি ছেলে পানিতে ডুবে গেলে স্হানীয়দের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের নয়াগাঁও হয়তে নাসিরনগর চাতল পাড় পর্যন্ত তীব্র ভাঙনের সৃষ্টি হয়েছে। মুহুের্তের ভেঙে যাচ্ছে নয়াগাঁও গ্রাম তীর। দ্রুত ব্যবস্থা না করলে বিদ্যুতের লাইন এবং খুটি ও বসত বাড়িঘর বিলীন হয়ে যাবে জানান এলাকাবাসী।
অষ্টগ্রামে বাঙ্গাল পাড়ায় নয়াগাঁও গ্রামের বিদ্যুতের লাইন এবং খুটি ও বসত বাড়িঘর বিলীন হয়ে যাবে জানান এলাকাবাসী।
প্রবাসী আব্বাস বললেন আমাদের নয়াগাঁও গ্রামের ৩০০ একর জমি ভেঙ্গে নিয়ে যায় নদী এখন বাড়িঘর সহ নিয়া যাচ্ছে মেঘনা নদী। আমাদের গ্রামকে ভাঙন থেকে রক্ষা করার জন্য অষ্টগ্রাম উপজেলার নির্বাহী অফিসার মোছা: দিলশাদ জাহান ও পানি উন্নয়ন বোর্ড এগিয়ে আসার জন্য আহবান জানাচ্ছি।
স্থানীয়রা জানান, মেন নদী খুরুণ না করায় নদীর পানি প্রবাহের চাপ বেড়েছে। প্রবল স্রোতের টানে এ ভাঙনের সৃষ্টি হয়েছে। গত দুই-তিন দিনে প্রায় ৬০ হাত বিলীন হয়ে গেছে। এভাবে ভাঙতে থাকলে কিছুদিনের মধ্যে বাঙ্গালপাড়া ,নগাও গ্রামে স্থানীয় শত শত ঘরবাড়ি বিলীন হওয়ার আশংকায় রয়েছে।
বাঙ্গালপাড়া ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান জানান, বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। অতি দ্রুত ব্যবস্থা না করলে ইউনিয়ন নয়াগাঁও গ্রামের বাড়িঘর বিলীন হয়ে যাবে। ফলে অপূরণীয় ক্ষতির সম্মুখিন হবে এলাকাবাসী।
অষ্টগ্রাম উপজেলার নির্বাহী অফিসার মোছা: দিলশাদ জাহান বলেন,আমি রবিবারে নিজে গিয়ে স্বরোজমিনে দেখব এবং যত দ্রুত কাজ করার জন্য কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী এর সাথে কথা বলব।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply