আজ ৩০ অক্টোবর সংবাদ পত্রে প্রেরিত এক বিবৃতিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি(এম) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড ডাঃ এম এ সামাদ ও সাধারন সম্পাদক কমরেড সাহিদুর রহমান বলেন, অত্যন্ত নিষ্ঠুরতার সহিত অমানবিক ভাবে ৫ টি পরিবারের বাড়ীঘর ভেংগে তাদের বসত বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে তারা এখন পরিবার পরিজন নিয়ে বাঁশঝাড়ে আশ্রয় নিয়েছে এবং ৫ পরিবারের ২৫/৩০ জন নারী শিশু সহ অনাহারে দুসঃহ জীবন যাপন করছে।
নেতৃদ্বয় বলেন, কোন রাষ্ট্র নিজ দেশের নাগরিকদের সাথে এমন নিষ্ঠুর আচরণ করতে পারে না। আমরা খবর নিয়ে জেনেছি চাঁপাইনবাবগঞ্জে উচ্ছেদের পর বাঁশঝাড়ে আশ্রয় নিয়েছে কোল জনগোষ্ঠীর ৫ পরিবার। ঘটনাটি ঘটেছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং গ্রামে গত সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত। আদালতের উচ্ছেদ আদেশে আদালতের প্রতিনিধি ও থানা-পুলিশের উপস্থিতিতে কোল জনগোষ্ঠীর পাঁচটি পরিবারকে উচ্ছেদ করা হয়। পরিবারগুলোর সদস্যসংখ্যা ১৫ থেকে ২০। উচ্ছেদের পর তাঁরা একটি বাঁশঝাড়ের নিচে রাতযাপন করেছেন।
নেতৃবৃন্দ বলেন, নব্য ফ্যাসিষ্ঠ ডঃ ইউনুস সরকারের অতীতের সকল ফ্যাসিষ্ঠদের চাইতেও নিষ্ঠুরতা দেখিয়েছেন। অবিলম্বে তাদের ক্ষতিপুরন সহ পুনর্বাসন করা হউক নইলে জনগণকে সাথে নিয়ে আমার বৃহত্তর কর্মসুচী নিয়ে সরকার কে দাবি মানতে বাধ্য করা হবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply