ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার আয়োজনে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ১৫ অক্টোবর বুধবার সকালে ভৈরব কালীপুর হাইস্কুল মিলনায়তনে শিক্ষক-শিক্ষার্থী সমাবেশ, আলোচনা সভা, ডকুমেন্টারি প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন নিসচা ভৈরব শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য মো. আলাল উদ্দিন। সভাপতিত্ব করেন নিসচা ভৈরব শাখার সহ-সভাপতি মো. জসিম উদ্দিন রবীন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচার উপদেষ্টা, ভৈরব পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী মো. শাহীন। বিশেষ অতিথি ছিলেন স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী গোলাম মাহবুব, স্কুলের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, এবং নিসচার সহ-সাধারণ সম্পাদক ও উদযাপন কমিটির আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও শোক প্রস্তাব উপস্থাপন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন কালীপুর ছাত্র-যুবক পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রক্ত সৈনিক রেদোয়ান আহমেদ, সিনিয়র শিক্ষক কাজী মো. আব্দুর রউফ, ১২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. দুলাল মিয়া, নিসচা কার্যকরী সদস্য ও উদযাপন কমিটির সচিব মো. জাকির হোসেন বিএসসি প্রমুখ।
শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের মাঝে লিফলেট বিতরণ করেন নিসচার মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, কার্যকরী সদস্য ফরহাদ আহমেদ, সাধারণ সদস্য আশরাফুল আলম, হাজী জামান, হাজী কুদ্দুস, এনামুল হক, জামাল মিয়া, লোকমান আহমেদ ও শফিকুল ইসলাম।
আলোচনা সভা শেষে নিসচা সদস্য রঞ্জিতা বেগম, ফারজানা সাদেহা আকলিমা বেগম ও হাসিনা বেগমের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে নিসচা সদস্য জেসমিন আক্তারের পরিচালনায় সড়ক দুর্ঘটনা বিষয়ে তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানের শেষে নিসচার প্রতিষ্ঠাতা ও জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনা এবং নিসচা ভৈরব শাখার সহ-সাধারণ সম্পাদক প্রভাষক ইমরান হোসাইনের বাবার রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply