ইমন মাহমুদ লিটন, ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধি: ১৮ বছর অতিক্রম করায় কিশোরগঞ্জের ভৈরবের ২৭ কিশোরী পেলেন সম্মাননা।
রোববার (০৫ অক্টোবর)বেলা ১টায় ভৈরব উপজেলা মিলনায়তনে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির (সেল্প) আয়োজনে স্বপ্ন সারথি সদস্যদের গ্র্যাজুয়েশন সম্মাননা প্রদান করা হয়েছে।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন বলেন, আমার চোখের সামনে ২৭ জন কিশোরীদের দেখতে পেয়েছি তারা ১৮ বছর অতিক্রম করেছে। তাদের দেখে সত্যিই খুব ভালো লাগছে। সমাজে যে আইনগুলি যে তৈরি করা হয় তখন অনেক বিচার বিশ্লেষণের সামাজিক অবস্থান ধর্মীয় অবস্থান সকল দিক চিন্তা করে এক প্রক্রিয়ার মাধ্যমে এই আইনগুলি সরকার প্রণয়ন করেছেন। আমাদের দেশে ১৮ বছরের বয়সে মেয়েদের বিয়ের জন্য নির্ধারণ করা হয়েছে। কাজেই আমরা যখন পারিবারিকভাবে বা সামাজিকভাবে ১৮ বছরের নিচে কোন কিশোরীকে বিয়ে দেয়ার চেষ্টা করা হয় তখন কিন্তু যে সমস্যার জন্য মেয়েদের ১৮ বছর নির্ধারণ করা হয় সেই সমস্যায় তাদের ফেলে দেয়। ১৮ বছরের আগে এক জন মেয়ে একটি সংসারে গিয়ে নতুন পরিবেশে মানুষিক ও শারীরিক সক্ষমতা প্রকাশ করতে পারে না। তাই মেয়েদের ১৮ বছর পরিপূর্ণ হওয়ার পরই বিয়ে দেয়ার সরকার বিধান করেছে । অনেক সময় অনেক মেয়েরা স্কুলে আসার যাওয়ার সময়ে আবেগের বশবর্তী হয়ে ভূল সিন্ধান্ত নিয়ে থাকে তখন পরিবারের অভিভাবকদের জামেলায় ফেলে দেন। এই ধরণের বিষয় থেকে কিশোরীদের সর্তক থাকার আহ্বান জানান।
তাছাড়া ব্র্যাকের স্বপ্ন সারথি দল কর্তৃক পরিচালিত একটি কার্যক্রম হিসেবে এটি বাল্যবিয়ে প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি প্রোগ্রামসহ ব্র্যাকের সকল প্রোগ্রামের সাফল্য কামনা করেন তিনি । ভবিষ্যতেও ব্র্যাক এই ধরণের সামাজিক কার্যক্রম অব্যাহৃত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন নাহার তাসনিম। সম্মাননা প্রদান অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন ব্র্যাক কিশোরগঞ্জ জেলা সমন্বয়ক সাফরিনা জান্নাত। এছাড়াও উপস্থিত ছিলেন ব্র্যাক সেল্প কর্মসূচির ডেপুটি ম্যানেজার মো.মুজিবুর রহমান, সেল্প কর্মসূচির অফিসার তাসলিমা বেগম, ব্র্যাক মাইগ্রেশন সার্পোট সেন্টার ইনচার্জ রাজীবুল হাসান প্রমূখ।
অনুষ্ঠান শেষে ভৈরব উপজেলার নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন ২৭ জন কিশোরীর হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন ।
Leave a Reply