ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উপজেলা শাখা’র সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে।
মো. আরিফুল ইসলাম’কে প্রধান সমন্বয়কারী এবং মো. পারভেজ মিয়া, তোফাজ্জল হোসেন তপু, মিজানুর রহমান ও মো. দেলোয়ার হোসেন’কে যুগ্ম সমন্বয়কারী করে
৩১ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি ঘোষণা করা হয়।
গত ২৯ সেপ্টেম্বর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) মো. সারজিস আলম ও সদস্য সচিব আখতার হোসেন এর স্বাক্ষরিত এক পত্রমূলে এ তথ্য জানা যায়।
কমিটিতে সদস্য হলেন- মো. ফখর উদ্দিন মোবারক, মো. রাজিব মিয়া, মো. জিল্লুর রহমান, মোছা. তানজিনা আক্তার, মাহমুদুল হক শামীম, প্রিন্স আসিফ ইকবাল, মো. অমিত হাসান, সাইফুল ইসলাম, মো. অনিক হোসেন, মো. সালাউদ্দিন, আফরোজা মানিয়া, সুমাইয়া আক্তার আঁখি, মো. শেখ ফরিদ, মো. ওলি উল্লাহ, মো. মোজাম্মেল হক, মো. রাইসুল আলম, তিতাস চন্দ্র দাস, মুহাম্মদ আলী, মো. হাফিজ উদ্দিন, মো. আব্দুল হাসিম, মো. নাজিম উদ্দিন, মো. টেনা মিয়া, মো. মিলন মিয়া, মো. হাসান, মো. আক্কাস মিয়া ও আবু ছিদ্দিক।
আগামী ৩ মাস অথবা আহবায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত উক্ত সমন্বয় কমিটি অনুমোদন করা হয়।
নবগঠিত কুলিয়ারচর উপজেলা কমিটির সকল নেতৃবৃন্দের প্রতি শুভেচ্ছাসহ অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি কিশোরগঞ্জ জেলা কমিটি’র কেন্দ্রীয় ও কার্যনির্বাহী পর্ষদের সকল নেতৃবৃন্দ সহ সকল বিভাগ, জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
গত ১ অক্টোবর বুধবার বিকেলে কুলিয়ারচরে জুলাই গণঅভ্যুত্থান-২৪ এর শহীদ ইফতি ওরফে ইফতি আব্দুল্লাহ’র গ্রামের বাড়ি উপজেলার সালুয়া ইউনিয়নের মধ্য সালুয়া গ্রামে তার কবর জিরায়তের মাধ্যমে নবগঠিত উপজেলা এনসিপি কমিটির কার্যক্রম শুরু হয়।
পরে উপজেলার বিভিন্ন শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুলিয়ারচর উপজেলা শাখা সমন্বয় কমিটির নেতৃবৃন্দ।
Leave a Reply