ইমন মাহমুদ লিটন, ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজায় মহাষ্টমীতে কিশোরগঞ্জের ভৈরবের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম। ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়ে আলোচনা করেন ও তাদের সুখ দুঃখের খবর নেন। সেই সাথে মণ্ডপের নিরাপত্তা বিষয়েও কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী শাহিন ও সাধারণ সম্পাদক সাবেক ভিপি মুজিবুর রহমান, বিএনপির সিনিয়র নেতা সাবেক ভিপি সাইফুল ইসলাম প্রমুখ।
বিভিন্ন মণ্ডপে পরিদর্শনে শরিফুল আলম বলেন, আমানার মনকে দূর্বল করবেন না। আপনারা আমরা ভাই ভাই। আমরা একসাথে মিলে মিলে চলা ফেরা করবো। ভৈরবের ঐতিহ্যকে সারা দেশে কিভাবে উপরে রাখা যায় সেই চেষ্টা করবো।
এসময় তিনি দেশনেত্রী খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে শহরের বিভিন্ন মণ্ডপে শুভেচ্ছা বার্তা দেন।
Leave a Reply