ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে হাসিনা বেগম নামে এক নারী একসঙ্গে তিনটি যমজ বাচ্চা প্রসব করেছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভূমিষ্ঠ হওয়া ওই তিন নবজাতক ও তাদের মা সুস্থ আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রবিবার (২৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হলিটাচ্ মেডিকেল কেয়ার এন্ড হাসপাতালে তিন পুত্র সন্তান প্রসব করেন হাসিনা বেগম নামের ওই নারী। হাসিনা বেগম ব্রাহ্মণ্যবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর গ্রামের ওলি মিয়ার স্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা যায়, প্রসব ব্যথা নিয়ে ওই প্রসূতি নারী রবিবার বিকাল সাড়ে ৩টায় হলিটাস মেডিকেল কেয়ার এন্ড হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসকরা সফল অপারেশনের মাধ্যমে তার গর্ভ থেকে একে একে তিনটি সন্তান বের করে আনেন।
ওই নারীর স্বামি ওলি মিয়া জানান, একসঙ্গে ৩ জমজ সন্তান পেয়ে আমরা খুবই খুশি। কিন্তু আমি অন্য মানুষের এখানে দিনমজুর হিসেবে কৃষি কাজ করে কোনো রকম সংসার চালাই। আমার আরো ৩ পুত্র সন্তান রয়েছে। কীভাবে সন্তানদের দুধসহ আনুষঙ্গিক খরচ মিটাবো এ চিন্তায় আছি।
এ বিষয়ে হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক ফয়জুল আলম বলেন, হাসিনা বেগম প্রসব ব্যথা নিয়ে আমাদের হাসপাতালে আসেন। পরে আমরা পরীক্ষা নিরীক্ষা করে রাত সাড়ে ৮টার দিকে অপারেশন থিয়েটারে নিয়ে সিজার করিয়ে একে একে ৩টি বাচ্চা সুস্থ ভাবে বের করি। এতে করো অভিভাবক, ডাক্তার, নাস ও
হাসপাতাল কর্তৃপক্ষ সকলে খুশি। ভালো ও সফল ভাবে অপারেশনরি সফল হওয়ায়।
বর্তমানে মা ও তিন বাচ্চা সুস্থ আছে। কিন্তু পরিবারটি অস্বচ্ছ তাই আমরা হাসপাতালে পক্ষ থেকে যতটুকু পারি তাদের সাহায্য করার চেষ্টা করবো।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply