বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত হেফাজতে মারা যাওয়া ডাবলু জানাজায় হাজারো মানুষ  সঠিক বিচারের দাবি নেতা-কর্মী ও স্থানীয়দের শরীয়তপুরে বোমা বিস্ফোরণে ২ জন নিহতের ঘটনায় ৫ জন আটক সংবিধান সংস্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মাঠে নামল ব্যাংক খাত আইপিওতে কৃত্রিম দর ও কার্টেল ঠেকাতে কঠোর হচ্ছে বিএসইসি বিডি ক্লিনের উদ্যোগে ফকিরহাটে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান সালথায় ওয়ালটনের এক্সক্লুসিভ শোরুম এর শুভ উদ্বোধন ৯ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত সওজ পিরোজপুরের উপ-সহকারী প্রকৌশলী বরিশালে আন্তধর্মীয় সম্প্রীতির আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত এতিহ্যবাহী বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প…!

লুব্রিকেন্টস উন্মোচনে এশিয়ান পেট্রোলিয়ামের সাথে টোটাল এনার্জিসের অংশীদারিত্ব

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ দেশজুড়ে ইএলএফ লুব্রিকেন্টস সহজলভ্য করতে সম্প্রতি এশিয়ান পেট্রোলিয়াম লিমিটেডের (এপিএল) কৌশলগত ডিস্ট্রিবিউটর চুক্তি স্বাক্ষর করেছে টোটালএনার্জিস মার্কেটিং এশিয়া প্যাসিফিক অ্যান্ড মিডল ইস্ট (টিইএমএপিএমই)। দেশে প্রথমবারের মত এ ধরনের ডিস্ট্রিবিউটর চুক্তি করল টোটালএনার্জিস। চুক্তির মাধ্যমে দেশের প্রথম ইএলএফ লুব্রিকেন্টসের ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করবে এশিয়ান পেট্রোলিয়াম।

এ মাইলফলক অংশীদারিত্ব লুব্রিকেন্ট প্রযুক্তিতে টোটালএনার্জিসের বৈশ্বিক দক্ষতা ও বাংলাদেশের মত উদীয়মান অর্থনীতির দেশের প্রতি প্রতিষ্ঠানটির প্রতিশ্রুতিরই প্রতিফলন। এশিয়ান পেট্রোলিয়ামের শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে টোটালএনার্জিসের প্রত্যাশা এশিয়ান পেট্রোলিয়ামের শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে, দেশজুড়ে মোটযানের জন্য বিশ্ব মানসম্পন্ন ইঞ্জিন অয়েল ও ট্রান্সমিশন ফ্লুইড সরবরাহ করা।

এই অংশীদারিত্ব উদযাপনে রাজধানীতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টোটালএনার্জিস ও এশিয়ান  পেট্রোলিয়ামের তিন শ’র বেশি গ্রাহক এবং অংশীদারেরা। 

১৯৬৭ সালে ফ্রান্সে যাত্রা শুরু করা ইএলএফ বর্তমানে লুব্রিকেন্ট প্রযুক্তিতে অন্যতম শীর্ষস্থানীয় ব্র্যান্ড হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে। রেসিং -এর ইতিহাসেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে প্রতিষ্ঠানটি। ফর্মুলা ওয়ান, এন্ড্যুরেন্স ও মোটরসাইকেল চ্যাম্পিয়নশিপে একাধিক বিশ্ব শিরোপা অর্জন করে মোটরস্পোর্টসে্র জগতেও নতুন মানদণ্ড তৈরি করেছে ব্র্যান্ডটি। নিষ্ঠা, দক্ষতা ও উচ্চ মানসম্পন্ন পণ্যের প্রতি নিজেদের প্রতিশ্রুতির ভিত্তিতেই বৈশ্বিক সাফল্য অর্জন করেছে ইএলএফ। ব্র্যান্ডটি ১১০টিরও বেশি দেশে গাড়ি ও মোটরসাইকেলে ব্যবহারযোগ্য বিশেষায়িত লুব্রিকেন্ট সরবরাহ করে।

টোটালএনার্জিস মার্কেটিং এশিয়া প্যাসিফিক অ্যান্ড মিডল ইস্টের লুব্রিকেন্টস, স্পেশালিটিজ অ্যান্ড বিটুবি’র ভাইস প্রেসিডেন্ট ভিনসেন্ট মিনার্ড বলেন, “বাংলাদেশে আমরা বিশাল সম্ভাবনা দেখছি। এশিয়ান পেট্রোলিয়াম লিমিটেডের সাথে আমাদের এই অংশীদারিত্ব উদীয়মান বাজারে নিজেদের কার্যক্রম সম্প্রসারণের প্রতি টোটালএনার্জিসের প্রতিশ্রুতিরই প্রমাণ।”

এশিয়ান হোল্ডিংসের প্রধান নির্বাহী শাজেদুর রহমান দেওয়ান বলেন, “ব্র্যান্ড হিসেবে ইএলএফ -এর সমৃদ্ধ ইতিহাস রয়েছে। টোটালএনার্জিসের সাথে অংশীদারিত্বের মাধ্যমে বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় এমন একটি ব্র্যান্ড

বাংলাদেশে আনতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই চুক্তি আমাদের পণ্যের পোর্টফোলিওকে কেবল শক্তিশালীই করবে না, পাশাপাশি এটি আমাদের গ্রাহকদের উচ্চ মানসম্পন্ন সমাধান প্রদানের অঙ্গীকারের সাথেও সামঞ্জস্যপূর্ণ।”

উল্লেখ্য, এশিয়ান পেট্রোলিয়াম লিমিটেড, এশিয়ান হোল্ডিংসের একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান। দুই ও চার চাকার বাহনে ব্যবহারযোগ্য ইএলএফ লুব্রিকেন্টস এখন দেশজুড়ে পাওয়া যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS