বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত হেফাজতে মারা যাওয়া ডাবলু জানাজায় হাজারো মানুষ  সঠিক বিচারের দাবি নেতা-কর্মী ও স্থানীয়দের শরীয়তপুরে বোমা বিস্ফোরণে ২ জন নিহতের ঘটনায় ৫ জন আটক সংবিধান সংস্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মাঠে নামল ব্যাংক খাত আইপিওতে কৃত্রিম দর ও কার্টেল ঠেকাতে কঠোর হচ্ছে বিএসইসি বিডি ক্লিনের উদ্যোগে ফকিরহাটে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান সালথায় ওয়ালটনের এক্সক্লুসিভ শোরুম এর শুভ উদ্বোধন ৯ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত সওজ পিরোজপুরের উপ-সহকারী প্রকৌশলী বরিশালে আন্তধর্মীয় সম্প্রীতির আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত এতিহ্যবাহী বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প…!

বিডি ক্লিনের উদ্যোগে ফকিরহাটে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান

আজিজুল গাজী
  • আপডেট : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৩৯ Time View

পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সারাদেশব্যাপী কাজ করে যাওয়া স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন–এর উদ্যোগে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় পরিচ্ছন্নতা অভিযান। উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শিরীনা হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

শনিবার সকালে বিদ্যালয় চত্বরে শুরু হওয়া এই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন ফকিরহাট উপজেলা বিডি ক্লিন ইউনিটের সকল সদস্য। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরাও স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হয়ে কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলে।

পরিচ্ছন্নতা অভিযানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, করিডোর, অফিস কক্ষ, খেলার মাঠ, বাগান এলাকা, আশপাশের খোলা জায়গা ও ড্রেনসমূহ পরিষ্কার করা হয়। দীর্ঘদিন জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণকে স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব করে তোলা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা বিডি ক্লিনের দায়িত্বশীল সদস্যরা—
রাসেল শেখ, উপ-সমন্বয়ক (ফকিরহাট–বাগেরহাট);
সুজন শেখ, সমন্বয়ক;
খাদিজা খাতুন, সহ-সমন্বয়ক;
শুভ ইসলাম, আইটি অ্যান্ড মিডিয়া;
নাইম শেখ, আনজুম রিমা, ইতু মনি, সাফিয়া খাতুন, আফিফ খান, কুরবান শেখ ও আজিজুল গাজী।

কর্মসূচি চলাকালে বিডি ক্লিন নেতৃবৃন্দ বলেন, পরিচ্ছন্নতা শুধু একটি দিনের কর্মসূচি নয়—এটি একটি চলমান সামাজিক আন্দোলন। পরিবেশ দূষণের ভয়াবহ প্রভাব থেকে সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র করে পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দেওয়া গেলে শিক্ষার্থীদের মাঝে ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে উঠবে।

তারা আরও বলেন, “আমরা চাই আগামীর প্রজন্ম একটি পরিচ্ছন্ন, সবুজ ও বিষমুক্ত পৃথিবী পাক। এই লক্ষ্য অর্জনে শুধু বিডি ক্লিন নয়, সমাজের প্রতিটি মানুষের সম্মিলিত অংশগ্রহণ জরুরি।”

বিদ্যালয়ের শিক্ষকরা বিডি ক্লিনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, এমন কার্যক্রম শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে পরিবেশ সচেতন করে তোলে, যা পাঠ্যবইয়ের বাইরেও গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়।

স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীও এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগমস্থলেও এমন পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর আহ্বান জানান।

বিডি ক্লিন নেতৃবৃন্দ জানান, ফকিরহাট উপজেলায় ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। এর মাধ্যমে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য সমাজ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS