
‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ বর্ণিত সংবিধান সংস্কার প্রস্তাবগুলোর ওপর আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট। এই গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশজুড়ে প্রচারণা শুরু করেছে ব্যাংকগুলো। সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার আলোকে ব্যাংকগুলোর প্রতিটি শাখার সামনে এখন শোভা পাচ্ছে সংস্কারের সপক্ষে প্রচারপত্র ও ব্যানার।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর মতিঝিল, দিলকুশা, পল্টনসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ব্যাংকগুলোর শাখার প্রবেশপথে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের সপক্ষে ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছে। কোনো ব্যানারে সরাসরি ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে, আবার কোনোটিতে ‘দেশের চাবি আপনার হাতে’–এমন স্লোগান দিয়ে বিভিন্ন সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।
বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা জানান, সরকারের আদেশে কেন্দ্রীয় ব্যাংক থেকে মৌখিকভাবে এই প্রচারণা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশনার আলোকেই শাখাগুলোর সামনে ব্যানার লাগানো হয়েছে। কর্মকর্তারা মনে করেন, জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলন ও নতুন সরকারের যুগান্তকারী সংস্কার এবং ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়তে সবার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দাঁড়ানো উচিত।
এর আগে গত রোববার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালানোর নির্দেশ দেন গভর্নর। বৈঠকে জানানো হয়, সরকারের প্রচারণার অংশ হিসেবে প্রতিটি ব্যাংকের শাখায় অন্তত দুটি করে ব্যানার টাঙাতে হবে।
তার আগে গত ৫ জানুয়ারি গণভোটের পক্ষে প্রচারণার জন্য প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসকে (বিএবি) চিঠি দেওয়া হয়।
ওই চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই সংবিধান সংস্কার-সম্পর্কিত প্রস্তাবগুলোর ওপর গণভোট অনুষ্ঠিত হবে। এই গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সরকারি-বেসরকারি সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সম্মুখভাগে দুটি ‘খাড়া ব্যানার’ প্রদর্শনের জন্য প্রতিষ্ঠান প্রধানদের অনুরোধ করা হয়। গত ৪ জানুয়ারি প্রধান উপদেষ্টার সঙ্গে তার বিশেষ সহকারী ও প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়কের বৈঠকে এ বিষয়ে সম্মতি প্রদান করা হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply