নিজস্ব প্রতিবেদকঃ ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং এসিআই লজিস্টিকস লিমিটেড (স্বপ্ন সুপারশপ)-এর মধ্যে সম্প্রতি একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায়, ট্রাস্ট ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা যেকোনো স্বপ্ন সুপারশপ আউটলেট অথবা স্বপ্ন ই-কমার্স প্ল্যাটফর্মে কেনাকাটার সময় সর্বোচ্চ ১৫% পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা পাবেন। ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী এর উপস্থিতিতে এসিআই গ্রুপ এর ট্রেজারি বিভাগের পরিচালক মো. আবু হাসান জামান এবং ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর এসইভিপি ও Corporate Branding & Market Communication Department বিজনেস ডিভিশনের প্রধান মো. মাহবুব হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
উক্ত অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য জ্যেষ্ঠ প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply