স্টাফ রিপোর্টার:নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাদক কারবারিদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার বিকেলে উপজেলার চনপাড়া এলাকায় রূপগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামিম মিয়ার নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল করেন চনপাড়া ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলে নেতাকর্মী মাদক কারবারিদের আস্তানা এ চনপাড়ায় হবে না।মাদক কারবারিদের দুই গালে জুতা মারো তালে তালে এসকল স্লোগানে রাজপথ মানিয়ে রাখেন।
এসময় উপস্থিত ছিলেন চনপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন রশিদ মিয়াজি,যুগ্ম সম্পাদক ইউসুফ হাওলাদার,সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আখন,দপ্তর সম্পাদক খালেদ হাসান রতন,চনপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মনির দেওয়ান,সাধারণ সম্পাদক মানিক ডালি,যুগ্ম সম্পাদক আইয়ুব আলী,চনপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা এনামুল,চনপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রানা,চনপাড়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আবু বকর সিদ্দিক,তাতীঁদলের সভাপতি আব্দুল কুদ্দুস প্রমুখ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply