স্টাফ রিপোর্টার: বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির বলেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি জাতির কল্যাণের জন্য।তাই ৩১ দফা দাবি বাস্তবায়নে নেতাকর্মীদের একত্রিত হয়ে কাজ করার আহ্বান করেন তিনি।
বুধবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাব পৌরসভা বিএনপির আয়োজনে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতার কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এ-সময় জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাছির উদ্দীনের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন,জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব,তারাব পৌর যুব দলের সদস্য সচিব কাজী আহাদ,কেন্দ্রীয় ছাত্রদের সাবেক যুগ্ম সম্পাদক বায়েজিদ প্রধান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদ,জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা জাকারিয়াসহ অনেকে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply