রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৭:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বঙ্গজ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মতিন স্পিনিং চুয়াডাঙ্গায় অবৈধ সার জব্দ: ব্যবসায়ীর এক মাসের জেল আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস বাজারজাতের অনুমোদন দিলো মালদ্বীপের ইউটিলিটি রেগুলেটরি অথরিটি নড়াইলের কালিয়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা ৪র্থ সনি-স্মার্ট জাতীয় সিতোরিউ কারাতে প্রতিযোগিতা-২০২৫, ১৬ স্বর্ণপদক পেয়ে রানার আপ স্মার্ট স্পোর্টস একাডেমি জাতীয় নির্বাচনের আগে গণভোট দিয়ে সরকারের বৈধতা নিশ্চিত করতে হবে: জাতীয় ঐক্য জোটের নেতৃবৃন্দ পেঁয়াজের দামে লাগাম টানতে আমদানির সুপারিশ করেছে বিটিটিসি গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৪ জন, তবে মৃত্যু হয়নি কারো ওরিয়ন ইনফিউশন সাপ্তাহিক দর পতনের শীর্ষে

সিরাজ-হেডকে শাস্তি দিল আইসিসি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র তিনদিনে অ্যাডিলেইড টেস্টে হেরেছে ভারত। হার ছাপিয়ে আলোচনায় ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ ও অসি ব্যাটার ট্রাভিস হেডের উত্তপ্ত বাক্যবিনিময়। এই ঘটনায় এবার সিরাজ ও হেডকে শাস্তি দিল আইসিসি। আচরণবিধি ভাঙার দায়ে হেড ও সিরাজের নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্ট যুক্ত করা হয়েছে।

আজ সোমবার (৯ ডিসেম্বর) এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে আইসিসি। ভারতীয় পেসারকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানাও করা হয়েছে। নিজেদের ভুলের কথা স্বীকার করে নিয়ে ম্যাচ রেফারি রাঞ্জান মাদুগালের দেওয়া শাস্তি মেনে নেন তারা। তাতে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

এই টেস্টে হেডের ১৪০ রানের ইনিংসের চেয়েও বেশি আলোচনায় মোহাম্মদ সিরাজের বলে তার আউট হয়ে চলে যাওয়ার উত্তপ্ত মুহূর্ত। যা নিয়ে দুজন দুরকম কথা বলছেন। টিভি ক্যামেরায় দেখা গেছে, চলে যাওয়ার সময় হেড সিরাজকে কিছু একটা বলেন। সিরাজও চোখ দুটি বড় করে রেগে লাল হয়ে যান। যা দেখে যে কারও মনে হওয়ার কথা, দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে।

এই বিষয়ে হেড বলেন, ‘আমি তাকে মজা করে বলেছিলাম, ভালো বল করেছ। কিন্তু সে অন্য কিছু মনে করেছে। সে যখন আমাকে ড্রেসিংরুমের দিকে চলে যাওয়ার ইঙ্গিত করেছে, তখন আমি কিছু কথা শুনিয়েছি। তবে পুরো বিষয় যেভাবে প্রকাশ হলো, তাতে আমি কিছুটা হতাশ।’

অবশ্য হেডের দাবি অস্বীকার করেন সিরাজ। স্টার স্পোর্টসকে ৩০ বছর বয়সী পেসার বলেন, ‘আমি ভালো বল করেছি, সংবাদ সম্মেলনে বলা হেডের এই কথা পুরোপুরি মিথ্যা। টিভিতে দেখলেই বুঝবেন, সে আসলে কী বলেছিল। আমি শুধু উদ্‌যাপন করেছিলাম। কিন্তু সে আমাকে প্রথমে গালিগালাজ করে। আপনি গিয়ে টিভিতে আবার হাইলাইটস দেখতে পারেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS