পাঁচ উইকেটে ২৭৮ রান নিয়ে পোর্ট এলিজাবেথ টেস্টের দ্বিতীয় দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা। রান বাড়িয়েই চলেছেন প্রোটিয়া টেল এন্ডাররা। শেষ খবর পাওয়া পর্যন্ত সাত উইকেটে ৩৮১ রান করেছে তারা।
দ্বিতীয় দিনের শুরুর ভাগে অবশ্য কাইল ভেরাইনিকে বোল্ড করে ফিরিয়েছেন খালেদ আহমেদ। ম্যাচে নিজের তৃতীয় উইকেটও পূর্ণ করেন তিনি। কিন্ত এরপর বাংলাদেশের বোলারদের ওপর চওড়া হন উইয়ান মুল্ডার ও কেশভ মহারাজ।
বিশেষ করে মহারাজ দ্রুত গতিতে রান তুলতে থাকেন। ৫৯ বলে ৫৫ রানে ব্যাটিংয়ে আছেন তিনি। অপরপ্রান্তে মুল্ডারও সমানতালে আগাতে থাকেন। ৭৭ বলে ৩৩ রান করা মুল্ডারকে অবশ্য বোল্ড করে ফেরান তাইজুল।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস- ৩৮১/৭ (১১৩.৫ ওভার)
(মহারাজ ৫৫*)
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply