সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০১:৩০ অপরাহ্ন

বিপিএলের চট্টগ্রাম পর্ব আজ শুরু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

ঢাকার দ্বিতীয় পর্ব শেষে বিপিএল এবার চট্টগ্রামে। দুদিন বিরতি শেষে বন্দর নগরীতে শুরু হচ্ছে দশম আসরের খেলা। মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে সেখানে। তারপরে আবার বিপিএল ফিরবে ঢাকায়।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দিনের অপর ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় মাঠে নামবে খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স। 

পর্ব শুরু হওয়ার আগে প্রতিটি দলের অবস্থান-
 

ক্রমিক নম্বরফ্রাঞ্চাইজির নামমোট ম্যাচজয়পরাজয়পয়েন্টরানরেটম্যাচ বাকি
রংপুর রাইডার্স    ২ ১২১.৬১৩
কুমিল্লা ভিক্টোরিয়ান্স    ৭ ১০১.১২০
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স     ১০-০.৫০৫
ফরচুন বরিশাল     ০.৩৬৫
খুলনা টাইগার্স   ৪  ৩০.৩৬০
সিলেট স্ট্রাইকার্স     -১.০৫৪
দুর্দান্ত ঢাকা    ১ -১.৪৫২

১৩ ফেব্রুয়ারি থেকে শুরু করে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৮ দিনে ১২টি ম্যাচ হবে সাগরিকায়। এর মধ্যে ১৫ ও ১৮ ফেব্রুয়ারি রাখা হয়েছে বিরতি হিসেবে। স্বাগতিক চট্টগ্রাম এই পর্বে চারটি ম্যাচ খেলবে। প্রথম পর্বের শেষ দুটি ম্যাচ হবে মিরপুরে। তার আগেই হয়তো শেষ চারে ওঠার লড়াই পরিষ্কার হয়ে যাবে। 

তাতে চট্টগ্রাম পর্ব এখন দলগুলোর কাছে খুব গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত গড়ে ৮টি করে ম্যাচ খেলেছে প্রতিটি দল। এর মধ্যে দুর্দান্ত ঢাকা বাদে বাকি ছয় দলের সুযোগ রয়েছে শেষ চারে যাওয়ার। তবে সেখানে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স শেষ চারের খুব কাছেই অবস্থান করছে। আর কয়েকটি ম্যাচ জিতলেই তারা কাগজে-কলমে উঠে যাবে সেরা চারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS