বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরের প্লেয়ার ড্রাফটস আগেই অনুষ্ঠিত হয়েছিল। আসরের চূড়ান্ত সময়সূচীও এবার প্রকাশিত হলো। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মাঠে গড়াচ্ছে এবারের বিপিলের আসর।
আগামী ১৯ জানুয়ারি মাঠে গড়াবে বিপিএলের দশম আসর। সোমবার (১১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
উদ্বোধনী দিনেই দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম দুরন্ত ঢাকার মধ্যকার ম্যাচ দিয়ে এবারের বিপিএলের খেলা মাঠে গড়াবে। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। একই দিনে অপর ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ম্যাচটি সন্ধ্যা ৭টায় মাঠে গড়াবে।

বিপিএলের খেলাগুলো এবার অনুষ্ঠিত হবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। ভেন্যুগুলো হলো মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
প্রথম পর্বের খেলাগুলো রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। সাত দলের এই টুর্নামেন্টে ফাইনাল পর্যন্ত মোট ম্যাচ সংখ্যা ৪৬টি। শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি ছয় দিনই দিনের ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়, রাতের ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। শুক্রবার দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। আর রাতের ম্যাচ সন্ধ্যা ৭টায়।
১ মার্চ অনুষ্ঠিত হবে এবারের আসরের ফাইনাল।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply