চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাসে ১ হাজার ৫৮৮ কোটি টাকা আয় করেছে বেসরকারি মোবাইল অপারেটর বাংলালিংক। এ সময়ে অপারেটরটির মোবাইল ডেটা বিক্রি থেকে আয় বেড়েছে ২৮ শতাংশ।
মঙ্গলবার (২১ নভেম্বর) রাজধানীর গুলশানে বাংলালিংকের করপোরেট অফিসে এক সংবাদ সম্মেলনে আর্থিক বিবরণী তুলে ধরে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অজ।
তিনি জানান, বাংলালিংকের ফোরজি ব্যবহারকারীর বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে ৩১ শতাংশ।
দেশজুড়ে বাংলালিংকের ১৫ হাজারেরও বেশি টাওয়ারের বিশাল অবকাঠামো থাকার ফলেই এই বৃদ্ধি সম্ভব হয়েছে বলে দাবি করেন এরিক অজ।
একই সঙ্গে ব্যবসায়িক অগ্রগতির পেছনে বাংলালিংকের বিভিন্ন ডিজিটাল সেবার ভূমিকার কথা উল্লেখ করেন তিনি। এর মধ্যে অন্যতম হলো দেশের সবচেয়ে বড় ডিজিটাল বিনোদনের প্ল্যাটফর্ম টফি ও দেশের প্রথম টেলিকম সুপার অ্যাপ মাইবিএল।
বাংলালিংক গ্রাহকদের পাশাপাশি অন্যান্য মোবাইল অপারেটরের গ্রাহকদের কাছেও টফি জনপ্রিয়তা পেয়েছে। গত বছরের তুলনায় এই বছর টফির ব্যবহারকারীর সংখ্যা ৭২ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মাধ্যমে টফি এখন গুগল প্লে-স্টোরের সব ক্যাটাগরির মধ্যে এক নম্বর প্ল্যাটফর্ম হিসেবে জায়গা করে নিয়েছে।
এ ছাড়া কানেক্ট, কন্টেন্ট, কেয়ার, কমার্স, কমিউনিটি ও কোর্স-এর সমন্বয়ে গঠিত ‘সিক্স সি মডেল’-এর মাধ্যমে মাইবিএল সুপার অ্যাপ আরও বেশি সংখ্যক গ্রাহকের কাছে পৌঁছে গেছে। গত এক বছরে মাইবিএলের গ্রাহক সংখ্যা বৃদ্ধির হার ৪৮ শতাংশ।
এই সুপারঅ্যাপের মাধ্যমে সাড়ে ৭ লাখ ব্যবহারকারীর কাছে স্বাস্থ্যসেবা, বিনোদন এবং শিক্ষামূলক বিভিন্ন কনটেন্ট পৌঁছে যাচ্ছে বলে উল্লেখ করেন বাংলালিংকের প্রধান নির্বাহী।
প্রসঙ্গত, বর্তমানে প্রায় ১৫ হাজার টাওয়ারের মাধ্যমে ৪ কোটি ৩০ লাখ গ্রাহককে সেবা দিচ্ছে বাংলালিংক।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply