সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:২০ অপরাহ্ন

ভৈরবে পল্লী জাগরণী সংঘের উদ্যোগে ইফতার মাহফিল

ইমন মাহমুদ লিটন
  • আপডেট : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ২৭৮ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, সেবার এই মহান ব্রত কে সামনে রেখে ভৈরব উপজেলাস্থ সাতটি  ইউনিয়নের কতিপয় ছাত্র ও যুবকদের সাথে নিয়ে রাজু আহমেদ ও শফিকুল ইসলাম শেখের উদ্যোগে আবির মাহমুদ রুবেলের আহবায়নে ২০১১ সালে “পল্লী জাগরণী সংঘ , ভৈরব”নামে এই  নির্দলীয় সমাজসেবা সংগঠনটির যাত্রা শুরু হয়।

প্রতিষ্ঠা লগ্ন থেকে ভৈরবের  সাতটি ইউনিয়নে বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

 কিশোরগঞ্জ ভৈরবে (১৫ এপ্রিল) শনিবার বিকেলে শহিদ আইভী রহমান স্টেডিয়াম রোডে অবস্থিত সোহরাপ প্রধান রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে বিশিষ্টজনদের ইফতার ও দোয়া মাফিল অনুষ্ঠিত হয়। 

এছাড়াও ২০জব এতিম-হাফেজ ছাত্রদের মাঝে পাঞ্জাবি বিতরণ করা হয়।

ইউনিয়নের দানশীল ব্যক্তিদের আর্থিক সহযোগিতায় পল্লী জাগরণী সংঘ ভৈরব সভাপতি আকরাম খান রুবেল এর সভাপতিত্বে  সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শেখের সঞ্চালনায় প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ,জাকির হোসেন কাজল।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন  ভৈরব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান  কৃষিবিদ ড মোস্তাক আহমেদ বুলবুল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা আক্তারুজ্জামান খোকা, কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য আসমা আহমেদ,সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অলিউল ইসলাম অলি,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম , সাদেকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান  বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হক, ভৈরব আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রহমান আজাদ, শিমুলকান্দি ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া রিপন,কালিকা প্রসাদ ইউনিয়ন চেয়ারম্যান লিটন মিয়া, শিবপুর ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল ইসলাম, শ্রীনগর ইউনিয়ন চেয়ারম্যান হারুন উর রশিদ ভূঁইয়া, ভৈরব উপজেলা আওয়ামীলীগের সহপ্রচার সম্পাদক মোশারফ হোসেন মুছা,পৌর আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক নাজমুল হক,বিআরডিবির চেয়ারম্যান নজরুল ইসলাম খান,সাদেক পুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফজলুল হক মাস্টার,আগানগর জিল্লুর রহমান স্কুল এন্ড কলেজের সভাপতি সাইফুল ইসলাম সুমন, গজারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরিদ খান, শ্রীনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এড. আবুল বাশার, গজারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাইসার আহমেদ ভূঁইয়া,আগানগর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোমেন সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আর জুয়েল, শ্রীনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি আতাউর রহমান আঙ্গুর, শিমুল কান্দিইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন সাত ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ।

ইফতার মাহফিলে উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ইফতার, আলোচনা ও দোয়া মাহফিল ২০২৩ এর আহবায়ক ইমরান খান ও সদস্য সচিব আব্দুস সালাম, প্রতিষ্ঠাকালীন সভাপতি আবির মাহমুদ রুবেল, ও প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক এবং সাবেক সভাপতি রাজু আহমেদকে ধন্যবাদ জানান সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন।

 ইফতার মাহফিলে আর্থিকভাবে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য শ্রীনগর গ্রামের কৃতি সন্তান ,বিশিষ্ট ঠিকাদার, মোমেনুল হক সেলিম ও শিমুলকান্দির কৃতি সন্তান সরকারি হাজী আছমত কলেজের সাবেক ভিপি , মহসিন মিয়াকে ধন্যবাদ জানান যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আলম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS