বরিশাল ব্যুরো : বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা বরিশাল জেলা আহবায়ক কমিটির মতবিনিময় সভা মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাকক্ষে অনুষ্ঠিত হয়৷ বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা বরিশাল জেলা কমিটির আহবায়ক গাজী শাহ্ রিয়াজুল কবীর’র সভাপতিত্বে সভায় স্বাগত বক্তৃতা করেন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার বেপারী।
আহবায়ক কমিটির সদস্য সাংবাদিক শেখ মো শামীমের সঞ্চালনায় সভায় আরো বক্তৃতা করেন, কমিটির সদস্য সচিব ও বিসিসির সংরক্ষিত নারী কাউন্সিলর কোহিনুর বেগম,সদস্য সাংবাদিক নজরুল বিশ্বাস, বিনয় ভূষন মন্ডল,অধ্যাপিকা শাহনাজ মিতা,মোঃ আলাউদ্দিন খোকন, পরিমল রায় অপু, এ্যাডভোকেট রাসেল উল কাইউম, ডা. শাহানাজ ইসলাম রুবী ও সাংবাদিক নারায়ন চন্দ্র সাহা।
সভায় সংগঠনের কার্যক্রম গতিশীল করতে বরিশাল জেলার ১০ টি উপজেলা কমিটি গঠন, বিভিন্ন জাতীয় কর্মসূচীতে অংশগ্রহণ সহ কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সঠিকভাবে বিভিন্ন কার্যক্রম সম্পন্নের ব্যাপারে সভায় মতামত প্রদান ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply