আরেকটি বড় হারে শেষ হলো বাংলাদেশের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। কেপ টাউনে ১১৩ রানের পূঁজি নিয়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার কাছে ১০ উইকেটে বিধ্বস্ত হয় টাইগ্রেসরা। গ্রুপে চার ম্যাচেই বড় ব্যবধানে হারলো বাংলাদেশ। আসরে টানা হারের ধারা পৌঁছালো ১৬ ম্যাচে।
আসরজুড়ে যা দেখা গেলো, শেষ ম্যাচেও সেই চেনা দৃশ্যের পুনরাবৃত্তি। টস জিতে ব্যাটিং বেছে নিয়ে আবারও ব্যর্থ টাইগ্রেস ব্যাটাররা। ৭ রানে ভাঙ্গে ওপেনিং জুটি। মুর্শিদা খাতুন শূন্য রানে ফেরার পর শামিমা সুলতানা আউট হন ১১ করে। দলীয় ২২ রানে দুই উইকেট হারানো দলকে ১২ ওভার শেষে ৫৫-তে নিয়ে যায় সোবহানা মোস্তারি ও অধিনায়ক নিগার সুলতানা। মোস্তারি ফেরেন ২৭ করে। এরপর সোমা আক্তারের ১১ নিগারের ৩০ ও নাহিদা আক্তারের অপরাজিত ১৫ রানে স্কোর ৬ উইকেটে ১১৩-তে পৌঁছায়।
জবাবে দক্ষিণ আফ্রিকা লরা উলভার্টের ৬৬ ও তাজমিন ব্রাইটসের ৫০ রানে ১৩ বল হাতে রেখে বিনা উইকেটে জয় তুলে নেয়। চার খেলায় নিউজিল্যান্ড ও শ্রীলংকার সমান ৪ পয়েন্ট নিয়ে নেট রানরেটে স্বাগতিকরাই সেমিফাইনালে অস্ট্রেলিয়ার সঙ্গী হয়। সেমিতে বৃহস্পতিবার অস্ট্রেলিয়া-ভারত, শুক্রবার ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply