নিজস্ব প্রতিবেদকঃ অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবী করেছে ৫ দলীয় বাম জোট। জোটের পরিচালনা কমিটির সভায় এক প্রস্তাবে এই দাবী জানান হয়।
জোটের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট কেন্দ্রের সাধারণ সম্পাদক বিধান দাস এর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সভাপতি এম এ সামাদ, সাধারণ সম্পাদক শাহীদুর রহমান, সোস্যালিস্ট পার্টির সভাপতি শাহীন আহমেদ, ন্যাশানাল আওয়ামী পার্টি (ন্যাপ) সভাপতি তালেবুল ইসলাম ও সমতা পার্টির সভাপতি সামছুল হক।
সভার প্রস্তাবে বলা হয়, ২০২৪ এর গন অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই অভ্যুত্থানের গন আকাঙ্খা ধুলিষ্যাত করতে বসেছে। জাতীয় নির্বাচন নিয়ে ধুম্রজাল সৃষ্টি, মব ভায়োলেন্স, দুর্নীতি, রাষ্ট্রের সাম্প্রদায়িকীকরণের মাধ্যমে গন অভ্যুত্থানের আকাঙ্খা ধ্বংস করেছে। এই সরকার ১৯৭১ সালের মুক্তি যুদ্ধ কে অস্বীকার করার অপকৌশল গ্রহণ করেছে। রাখাইনে তথাকথিত মানবিক করিডোর দেওয়া এবং সেন্ট মার্টিন দ্বীপ মার্কিন সাম্রাজ্যবাদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করছে। এই সমস্ত নানাবিধ কারনে এই সরকার কে আর সময় দেওয়া ঠিক হবেনা।
বৈঠকে এই সরকারের পদত্যাগ দাবীতে রাজপথের সংগ্রাম গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply