নেইমার ও লিওনেল মেসিকে বিদায় বলার প্রস্তুতি নিচ্ছে প্যারিস সেন্ট জার্মেই, ফুট মেরকাটো এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
গত শনিবার মোনাকোর মাঠে ৩-১ গোলে হারের পর পিএসজির ড্রেসিংরুমে স্পোর্টিং ডিরেক্টরের সঙ্গে তর্কের কথা স্বীকার করেন নেইমার। এরপরই গুঞ্জন জোরালো হয়, ৩১ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকার বিদায়ের ক্ষণ ঘনিয়ে আসছে। যদিও তার চুক্তি ২০২৭ সাল পর্যন্ত করা আছে।
অন্যদিকে মেসির চুক্তির মেয়াদ শেষ হবে আগামী জুনে। তারপর থেকে তিনি ফ্রি এজেন্ট। স্পোর্টিং ডিরেক্টর লুইস কাম্পোস গত সপ্তাহে বলেন, চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মেজর লিগ সকার ইন্টার মিয়ামির সঙ্গে তার নাকি কথা চলছে।
মেসি ও নেইমারের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নির্ভর করছে এই মৌসুমের চ্যাম্পিয়নস লিগে পিএসজি কতদূর যাবে তার ওপর। শেষ ষোলোর প্রথম লেগে তারা মঙ্গলবার বায়ার্ন মিউনিখের মুখোমুখি হচ্ছে। এই বছর এরই মধ্যে তারা সব প্রতিযোগিতা মিলিয়ে চার ম্যাচ হেরেছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply