
মোঃ ইউসুফ আলী, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে খুচরা সার ডিলার এসোসিয়েশন অব বাংলাদেশ এর পক্ষে মোঃ আবুশাহিন কেন্দ্রিয় দপ্তর সম্পাদক, মোঃ মিস্টার আলী, বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সভাপতি , সাথে খুচরা সার বিক্রেতা ২২জন একটি লিখিত স্মারক লিপি জমা দেন ।স্মারকে আরো উল্লেখ থাকে যে, আমরা ৪৪ হাজার খুচরা সার বিক্রেতারা মরাত্বক ভাবে হতাশ।আমাদের উৎকণ্ঠা দির্ঘদিনের জীবিকা নিরভর খুচরা সার বিক্রয় কার্যক্রম স্থগিত হয়ে গেলে পরিবার পরিজন নিয়ে আমরা কোথায় দাড়াঁবো। আমাদের পরিবারের অনিশ্চিত ভবিষতে আমরা উৎকন্ঠিত।
এব্যপারে উপজেলা কৃষি অফিসার সৈয়দ শাহিনুর ইসলাম এর সহিত যোগাযোগ করলে প্রতি বেদকে অবহিত করেন যে, খুচরা সার ডিলার ২০০৯ সার ব্যবস্থাপনা নিতিমালা মোতাবেক সংশ্লিষ্ট ইউনিয়নের বিসি ্আই সি ডিলারগণ নিবন্ধিত খুচরা সার ডিলার দের বিধি মোতাবেক সার সরবরাহ করবেন। এ বিষয়ে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির মাধ্যমে খুচরা সার বিক্রেতাদের সার সরবরাহের জন্য প্রয়োজনীয় র্নিদেশনা দেওয়া হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply