বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বরেন্দ্রভূমির কণ্ঠ; শামীমা নাইস দেশের প্রথম ‘সনি হোম থিয়েটার এক্সপেরিয়েন্স সেন্টার’ চালু করলো সনি-স্মার্ট ময়মনসিংহ জেলা শ্রমিক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা আলোচনা সভা ১ম চিফ অব আর্মি স্টাফ (সিএএস) আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত উন্নত পুষ্টিগুণসম্পন্ন ওমেগা-৩ সমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে ‘বিএইউ-আরআইসি’ এর উদ্ভাবনী কর্মশালা অনুষ্ঠিত গণতান্ত্রিক ও অর্থনৈতিক অগ্রযাত্রায় স্থায়ী ছাপ রেখে গেছেন খালেদা জিয়া: ব্যবসায়ী নেতারা রপ্তানি কার্যক্রম ডিজিটাল করতে নতুন নির্দেশনা জারি প্রবাসী আয় ও প্রবাসী ব্যাংকিংয়ে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আহসান জামান চৌধুরী এনইআইআর বাস্তবায়ন ভোক্তা সুরক্ষা ও বৈধ ব্যবসার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ: এমআইওবি কমিউনিটি ব্যাংকের সঙ্গে ঝিল ম্যায়েস্ট্রিয়া রেস্টুরেন্টের ব্যবসায়িক অংশীদারিত্ব

ন্যাশনাল ব্যাংকের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৫৯ Time View

ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট ও ইন্টার্নাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনের যৌথ উদ্যোগে ৪ জানুয়ারি ২০২৫, রবিবার ‘Risk Based Internal Audit (RBIA) and Team Building & Brain Storming’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ের ইন্টার্নাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনের বিভাগীয় প্রধান ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার জনাব সৈয়দ জুবায়ের আহমেদ। উদ্বোধনী বক্তব্যে তিনি ঝুঁকিভিত্তিক অভ্যন্তরীণ নিরীক্ষা (RBIA) কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন যে, RBIA এমন ঝুঁকিগুলো সনাক্ত, মূল্যায়ন ও অগ্রাধিকারভিত্তিতে নির্বাচন করে, যা প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে প্রভাব ফেলতে পারে। তিনি আরও উল্লেখ করেন যে, RBIA পদ্ধতি Enterprise Risk Management (ERM) কাঠামোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করে এবং ERM কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে সে বিষয়ে ব্যবস্থাপনা পর্যায়ে যুক্তিসংগত নিশ্চয়তা প্রদান করে। তিনি বলেন, একটি কার্যকর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও নিরীক্ষা ব্যবস্থা ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার করার পাশাপাশি প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কর্মশালার সেশন পরিচালনা করেন ন্যাশনাল ব্যাংকের ইন্টার্নাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনের বিভাগীয় প্রধান সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ ছায়েদুর রহমান, এফসিএমএ । তিনি ব্যাংকের ইন্টার্নাল কন্ট্রোল সিস্টেম, Risk Based Internal Audit (RBIA) বাস্তবায়নের কাঠামো ও উদ্দেশ্য এবং নেতৃত্বগুণ উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, RBIA পদ্ধতির মাধ্যমে ঝুঁকি চিহ্নিতকরণ ও ঝুঁকি প্রশমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ সহজ হয়, যা ব্যাংকের সামগ্রিক কার্যক্রমকে আরও শক্তিশালী করে।

এছাড়াও কর্মশালার বিভিন্ন সেশনে জনাব মোঃ শামীম রেজা, ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ অডিট (চলতি দায়িত্ব), RBIA-এর ব্যবহারিক দিক ও নিরীক্ষা পরিকল্পনা বিষয়ে আলোচনা করেন। জনাব মোহাম্মদ মাজহারুল হোসেন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ মনিটরিং ইউনিট, শাখা ও বিভাগসমূহের মনিটরিং ও সুপারভিশন কার্যক্রমের ওপর আলোকপাত করেন। অপরদিকে, জনাব কাজী আশরাফুল ইসলাম, সিনিয়র প্রিন্সিপাল অফিসার AD শাখা ও সংশ্লিষ্ট বিভাগসমূহের বৈদেশিক লেনদেন সংক্রান্ত নিয়ন্ত্রণ ও তদারকির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।

কর্মশালার সেশনসমূহে অংশগ্রহণকারীদের মধ্যে জ্ঞান বিনিময়, দলগত আলোচনা এবং ব্রেইন স্টর্মিং কার্যক্রম অনুষ্ঠিত হয়, যা ICCD কর্মকর্তাদের মধ্যে টিম বিল্ডিং ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ জনাব শাহ্‌ সৈয়দ রাফিউল বারী, যিনি কর্মশালার সমাপনী বক্তব্যে ব্যাংকের সার্বিক আর্থিক ও সুনাম সুরক্ষায়  ইন্টার্নাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশন (ICCD)-এর  ভূমিকার উপর গুরুত্বারোপ করেন এবং অংশগ্রহণকারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS