বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
e-VAT System হতে সরাসরি করদাতার ব্যাংক এ্যকাউন্টে অনলাইনে ভ্যাট রিফান্ড চালু করলো এনবিআর নারীর আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পুঁজিবাজারে আস্থা ফেরাতে ১০ সরকারি ও বহুজাতিক কোম্পানি তালিকাভুক্তির উদ্যোগ বাংলাদেশে রিস্ক বেইজড সুপারভিশন (RBS) ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন ব্যাংকিং খাতে ঝুঁকিনির্ভর, তথ্যভিত্তিক ও ভবিষ্যতদর্শী সুপারভিশনের নতুন অধ্যায় সূচিত যুবলীগ নেতা বাপ্পির নির্দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি হত্যাকাণ্ড: ডিবি তফসিলি সব ব্যাংকে নারীবান্ধব ও স্বাস্থ্যসম্মত ওয়াশরুম নিশ্চিতের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান এইচবিএম ইকবাল ও দুই ছেলের বিরুদ্ধে দুদকের মামলা বরেন্দ্রভূমির কণ্ঠ; শামীমা নাইস দেশের প্রথম ‘সনি হোম থিয়েটার এক্সপেরিয়েন্স সেন্টার’ চালু করলো সনি-স্মার্ট ময়মনসিংহ জেলা শ্রমিক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা আলোচনা সভা

এক্স সিরামিকস ডিলার মিট ২০২৬ জার্নি টু ইনফিনিটি’-গ্লোবাল ভিশন ও ইতালিয়ান হেরিটেজের দৃঢ় অঙ্গীকার

মোহাম্মদ তারেক
  • আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৮৯ Time View

জার্নি টু বাংলাদেশের সিরামিক শিল্পের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এক্স সিরামিক্স সফলভাবে আয়োজন করেছে তাদের বার্ষিক ফ্ল্যাগশিপ আয়োজন ‘এক্স সিরামিকস ডিলার মিট ২০২৬ ইনফিনিটি”। কক্সবাজারের ইনানিতে অবস্থিত সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা-এ আয়োজিত এই দুই দিনের আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫০০ জন ডিলার অংশগ্রহণ করেন। এই আয়োজন এক্স সিরামিকসের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি উদ্ভাবন এবং আন্তর্জাতিক মানের প্রতি প্রতিশ্রুতিকে নতুন করে তুলে ধরে।

কক্সবাজারে জমকালো গালা নাইট অনুষ্ঠানে ডিলারদের সঙ্গে এক্স সিরামিকসের বিশ্বাস, অংশীদারিত্ব এবং যৌথ সাফল্যের যাত্রা। কক্সবাজারের মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে আয়োজিত গালা সন্ধ্যায় এক্স সিরামিকসের প্রিমিয়াম ব্র্যান্ড ইমেজ এবং সম্পর্কভিত্তিক ব্যবসায়িক দর্শনের প্রতিফলন ঘটায়। গালা নাইটে উপস্থিত ছিলেন এক্স ইনডেক্স কোম্পানির কো-ফাউন্ডার এবং চেয়ারম্যান স্থপতি মোঃ মাজহারুল কাদের, এক্স সিরামিকস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মাহীন মাজহার, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মামুনুর রশিদ এফ সি এম এ, সহ সেলস, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আর এন্ড ডি) এবং অন্যান্য সিনিয়র ম্যানেজমেন্ট লিডাররা।

দ্বিতীয় দিনের বিজনেস সেশন ছিল ভবিষ্যৎ পরিকল্পনা, কৌশলগত দিকনির্দেশনা এবং নেতৃত্বের সঙ্গে সরাসরি সংলাপের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। বিজনেস সেশনের নেতৃত্ব দেন এক্স সিরামিকস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মাহীন মাজহার। তিনি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি ভিশন, নতুন ব্যবসায়িক কৌশল এবং টেকসই সম্প্রসারণের রোডম্যাপ তুলে ধরেন। বক্তব্যে তিনি বলেন,

আমাদের যাত্রা সবসময়ই ইতালিয়ান উৎকর্ষতা থেকে অনুপ্রাণিত। সামনে এগিয়ে যেতে গিয়ে আমরা এই ইতালিয়ান হেরিটেজকে আরও শক্তিশালী করবো গ্লোবাল ডিজাইন দর্শন, আধুনিক উদ্ভাবন এবং দৃঢ় অংশীদারিত্বের মাধ্যমে এক্স সিরামিকসকে এক অনন্ত সম্ভাবনার ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে।

এক্স সিরামিকস বাংলাদেশে একমাত্র সিরামিক ব্র্যান্ড, যা প্রকৃত ইতালিয়ান হেরিটেজের ভিত্তিতে গড়ে উঠেছে। ইতালির বিশ্বখ্যাত কারুশিল্প নকশাগত সৌন্দর্য এবং উৎপাদন দক্ষতা থেকেই ব্র্যান্ডটি তার অনুপ্রেরণা গ্রহণ করে। ভবিষ্যতে এক্স সিরামিকস এই ইতালিয়ান সংযোগকে আরও গভীর ও শক্তিশালী করবে-উন্নত প্রযুক্তি, আন্তর্জাতিক সহযোগিতা এবং ইউরোপীয় মানদণ্ড অনুসরণের মাধ্যমে।

এছাড়াও অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মামুনুর রশিদ, এফ সি এম এ, সহ সেলস, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আর এন্ড ডি) এবং অন্যান্য সিনিয়র ম্যানেজমেন্ট লিডাররা নতুন পণ্য
নীতিমালা, বাজার সম্প্রসারণ কৌশল এবং গবেষণা-উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরেন। এতে ডিলাররা ভবিষ্যৎ সুযোগ ও ব্যবসায়িক অগ্রাধিকারের বিষয়ে একটি স্পষ্ট ধারণা লাভ করেন।

আর এন্ড ডি টিম আসন্ন নতুন প্রজন্মের পণ্যের বিষয়ে আলোকপাত করে, যা পরিবর্তনশীল ভোক্তা চাহিদা পূরণের পাশাপাশি ইতালিয়ান ডিজাইনের সূক্ষ্মতা, টেকসই মান এবং নান্দনিক উৎকর্ষ বজায় রাখবে।

দেশের প্রায় ৫০০ জন ডিলারের সক্রিয় অংশগ্রহণ এক্স সিরামিকসের শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এবং ব্র্যান্ডের প্রতি তাদের আস্থার স্পষ্ট প্রমাণ। নেতৃত্ব ও অংশীদারদের মধ্যকার খোলামেলা আলোচনা স্বচ্ছতা, সহযোগিতা এবং দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টির যৌথ অঙ্গীকারকে আরও দৃঢ় করে।

‘জার্নি টু ইনফিনিটি’ থিমকে ধারণ করে এক্স সিরামিকস ‌ডিলার মিট ২০২৬- এক্স সিরামিকসের যাত্রা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হলো , যা সীমা অতিক্রম করে শিল্পের মান উন্নয়নে নেতৃত্ব দেওয়া এবং ইতালিয়ান হেরিটেজ এ ভিত্তি করে বৈশ্বিক দৃষ্টিভঙ্গিসম্পন্ন ভবিষ্যৎ গড়ার দৃঢ় বার্তা বহন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS