বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে ফাইনালের টিকিট নিশ্চিত করার মিশনে দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। গ্যালারিতে বসে সর্বনিম্ন ১০০ টাকায় ম্যাচটি উপভোগ করতে পারবেন দর্শকরা।
প্রায় শেষের পথে বিপিএলের নবম আসর। ১৬ ফেব্রুয়ারি ফাইনালে মধ্যে পর্দা নামবে এ আসরের। প্রথম কোয়ালিফায়ারে সিলেটকে হারিয়ে ফাইনালে পা রেখেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। হারলেও শিরোপার আশা এখনো টিকে আছে সিলেটের। তাদের প্রতিপক্ষ এলিমিনেটরে ফরচুন বরিশালকে হারানো রংপুর রাইডার্স।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাঁচা-মরার ম্যাচে তারা একের ওপরের মোকাবিলায় মাঠে নামবে। তার আগের দিন এ ম্যাচের টিকিটের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
যেখানে প্রথম কোয়ালিফায়ারের তুলনায় কমিয়ে আনা হয়েছে টিকিটের মূল্য। আগে সর্বনিম্ন মূল্য ছিল ৩০০ টাকা। তবে নতুন তালিকা অনুযায়ী, সর্বনিম্ন ১০০ টাকায় গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা। সর্বোচ্চ ১০০০ টাকা খরচ করতে হবে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখার জন্য। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকেটের দাম ২০০ টাকা এবং ক্লাব হাউজের জন্য খরচ করতে হবে ৩০০ টাকা। ৫০০ টাকা ধরা হয়েছে ভিআইপি স্ট্যান্ডের টিকেট মূল্য।
সোম ও মঙ্গলবার টিকেট সংগ্রহ করা যাবে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শের-ই-বাংলা স্টেডিয়ামের এক নম্বর গেট-সংলগ্ন কাউন্টার থেকে। টিকেট পাওয়া যাবে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply