সাম্প্রতিক সময়ে অনলাইনে প্রতারণার শিকার হয়ে টাকা খোয়ানো নতুন কিছু নয়। তবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জন্য এটা খানিকটা নতুনই। অনলাইন প্রতারণার শিকার হয়ে ২.৫ মিলিয়ন ডলার খোয়া গেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার। বাংলাদেশি মুদ্রায় যা সোয়া ২৫ কোটি টাকা।
আইসিসির অনলাইন প্রতারণার শিকার হওয়ার প্রতিবেদনটি প্রকাশ করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। প্রাথমিকভাবে জানা গেছে, যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সূত্র অর্থ বিভাগের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করেছে। যার মাধ্যমে কয়েক ধাপে ২৫ কোটি টাকা সরানো হয়েছে।
এমন ঘটনা নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে আইসিসি। মূলত ফিশিংয়ের মাধ্যমে তথ্য চুরি করা হয়েছে। এফবিআই জানিয়েছে, বিইসি স্ক্যাম্প হচ্ছে বিশ্বস্ত হওয়ার জন্য অভিন্ন ঠিকানা ব্যবহার করে ই-মেইলে প্রবেশ করা। অপরাধীরা অত্যাধুনিক হওয়ার সঙ্গে সঙ্গে তারা বেড়েই চলেছে। এদিকে যুক্তরাষ্ট্রেভিত্তিক সূত্রের মাধ্যমে টাকা সরানো হলেও কোন পথে তা করা হয়েছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। ভারত, ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার বোর্ডের জন্য তেমন কিছু না হলেও সহযোগী দেশের জন্য এটি বড় অঙ্ক।
ওয়ানডে খেলা সহযোগী দেশগুলোর মাঝে যাদের র্যাঙ্কিং ১৩-২০ এর মাঝে তাদের প্রতিটি দলের জন্য ৫ থেকে ১০ কোটি টাকা বরাদ্দ থাকে। তাতে বছরে আইসিসি থেকে অনুদান পাওয়া টাকার পরিমাণের প্রায় চারগুণ। আপাতত টাকা ফিরে পেতে কাজ করছে আইসিসি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply