১০ বছর আগে ১২-১২-১২ বিশেষ তারিখে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। সোমবার (১২ ডিসেম্বর) দাম্পত্য জীবনের ১০ বছর পূরণ করলেন সাকিব-শিশির। এই দশ বছরে তারা হয়ে উঠেছেন দেশের অন্যতম আলোচিত জুটি। সাকিব বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সময় পার করলেও ভুলে যাননি এই বিশেষ দিনটির কথা। বিবাহবার্ষিকীতে স্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
বিবাহবার্ষিকীতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিব লিখেন, ‘তুমি আমাকে এক দশকের অফুরন্ত ভালবাসা, যত্ন, দয়া এবং ত্যাগের মধ্য দিয়ে জড়িয়ে রেখেছো। আমাদের ভালোবাসা আমাদের দিয়েছে সবচেয়ে মূল্যবান ও সুন্দর সন্তান যেটার স্বপ্ন সব পিতামাতা দেখেন। শুভ বিবাহবার্ষিকী!’
সাকিব-শিশিরের দশ বছরের দাম্পত্য জীবনে একে একে তাদের ঘর আলো করে আসে তিন সন্তান। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে বিশ্বসেরা অলরাউন্ডারের পরিচয় হয় যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে শিশিরের। এরপর প্রণয় এবং পরে ২০১২ সালের ১২ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাকিব-শিশির।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply