ইনজুরির কারণে কাতার বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে ছিটকে গেছেন নেইমার। তবে তার জায়গায় খেলানোর মতো খেলোয়াড়ের কমতি নেই তিতের স্কোয়াডে। এদিকে ইনজুরির কারণে রাইট ব্যাক ড্যানিলোও ছিটকে গেছেন। তার বিকল্প মাথায় রেখেই সুইজারল্যান্ডের বিপক্ষে দল সাজাতে হবে তিতেকে।
নেইমারের জায়গায় তিতে যার দিকে সবচেয়ে বেশি ভরসা রাখতে পারেন তিনি হচ্ছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড রদ্রিগো। সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ী ম্যাচে বদলি হিসেবে খেলেছিলেন তিনি। যদিও গোল দেয়া বা অ্যাসিস্টে কোনো অবদান রাখতে পারেননি ২১ বছর বয়সী এ ফরোয়ার্ড। দলের হয়ে দুটি গোলই করেন নাম্বার নাইন রিচার্লিসন।
রদ্রিগোকে না খেলালে সার্বিয়ার বিপক্ষে আক্রমণভাগের ডানপ্রান্তে খেলা রাফিনহাকে দেখা যেতে পারে নেইমারের জায়গায়। সেক্ষেত্রে আক্রমণভাগের ডানপ্রান্তে খেলতে পারেন অ্যান্টোনি।
এদিকে ব্রাজিলিয়ান গণমাধ্যম বলছে, রাইট ব্যাক আল্ভেসের জায়গায় ব্রাজিল কোচের মাথায় আছেন দুজন। এদের একজন হচ্ছে এডার মিলিতাও। ক্যারিয়ারের প্রথম দিকে পোর্তোতে রাইট ব্যাক হিসেবে খেলিয়েছেন। এছাড়াও য়্যুভেন্তাস রাইট ব্যাক দানিলোকেও খেলাতে পারেন একাদশে।
মাঝমাঠে ক্যাসেমিরোর সঙ্গী হয়েছেন তারই ক্লাব সতীর্থ ফ্রেড। এর আগে ২০১৯ সালের কোপা আমেরিকায় নেইমারের ইনজুরির পর ব্রাজিলের প্লে মেকার হিসেবে খেলেছিলেন পাকুয়েতা। তবে তিনি এখন কিছুটা অসুস্থ। যদি ম্যাচের আগে সুস্থ হয়ে না ফিরতে পারেন, তাহলে তার বিকল্পও ভাবতে হবে তিতেকে।
গোলরক্ষক: অ্যালিসন বেকার।
ডিফেন্ডার: এডার মিলিতাও/দানিলো, থিয়াগো সিলভা, মার্কুইনহোস ও অ্যালেক্স সান্দ্রো।
মিডফিল্ডার: ক্যাসেমিরো, ফ্রেড ও লুকাস পাকুয়েতা।
ফরোয়ার্ড: রাফিনহা/রদ্রিগো, রিচার্লিসন ও ভিনিসিউস জুনিয়র।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply