০১ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ গাইবান্ধা জেলায় নবাগত পুলিশ সুপার জনাব জনাব মোঃ জসিম উদ্দীন মহোদয়ের সঙ্গে গাইবান্ধা জেলার প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার নবাগত হিসেবে গাইবান্ধা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, পুলিশের কার্যক্রমকে জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন,“সমাজ উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও গণমাধ্যমের সমন্বিত কাজই সফলতার মূল চাবিকাঠি।” মতবিনিময় সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত চ্যালেঞ্জ ও জেলার সার্বিক উন্নয়ন বিষয়ে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। পুলিশ সুপার তাদের পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জনাব মোঃ শরীফ আল রাজীব, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), গাইবান্ধা, জানান শেখ মুত্তাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), গাইবান্ধা, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সিনিয়র সাংবাদিকবৃন্দ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply