মোখলেছুর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম): বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বি.ইউ.পি.এফ) এর উদ্যোগে সারাদেশের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর ৭৩ কাকরাইল ইস্টার্ণ কমার্শিয়াল কমপ্লেক্সে অবস্থিত ফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে বিকাল ২টা ৩০ মিনিট থেকে মতবিনিময় সভা শুরু হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বি.ইউ.পি.এফ) এর যুগ্ম-আহ্বায়ক কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালং খালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা আক্তার বানু লিপি, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিরন মোঃ ইলিয়াস, যুগ্ম-আহ্বায়ক সহ ফোরামের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার পর পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন ৭১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন রংপুর জেলা পীরগাছা উপজেলার ছাওলা ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেন, সিনিয়ার সহ-সভাপতি কক্সবাজার জেলার, উখিয়া উপজেলার পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ফরিদপুর জেলা নগরকান্দা উপজেলার ৬নং তালমা ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন মিয়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার ১নং রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াস সহ ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সভায় বক্তারা বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা বলেন, ইউনিয়ন পরিষদের কার্যক্রম আরও গতিশীল করতে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বি.ইউ.পি.এফ) শক্তিশালী ভূমিকা পালন করবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply