বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
৭ দিনে প্রবাসী ভোটারদের নিবন্ধন সংখ্যা ৩২ হাজার ছাড়ালো প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইস্টার্ন ক্যাবলস পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স দর পতনের শীর্ষে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ দরবৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স লেনদেনের শীর্ষে ভৈরবে ৫হাজার ইয়াবাসহ নারী আটক বাংলাদেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ বা ৬ কোটি ২০ লাখ মানুষ দারিদ্র্যতার ঝুঁকিতে: বিশ্বব্যাংক বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বিআরজেএ’র বিশেষ দোয়া মাহফিল আয়োজন পুঁজিবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে আইসিবিকে ১ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার লটারির মাধ্যমে ৬৪ জেলার জন্য পুলিশ সুপার চূড়ান্ত করেছে সরকার

সাংবাদিক সুরক্ষা পরিষদের পাঁচ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৫৭ Time View

দেশজুড়ে সাংবাদিকদের ওপর হামলা, হুমকি, নির্যাতন এবং হয়রানিমূলক মামলার বিরুদ্ধে গড়ে ওঠা সংগঠন সাংবাদিক সুরক্ষা পরিষদ তার পাঁচ বছর পূর্তি উদযাপন করেছে বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রার মাধ্যমে। মঙ্গলবার ২৫ নভেম্বর বিকেলে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে দেশব্যাপী বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, কলামিস্ট, শিক্ষাবিদ এবং নাগরিক সমাজের অংশগ্রহণে।

র‍্যালি বিকেলেই প্রেসক্লাবের সামনে জমায়েতের মধ্য দিয়ে শুরু হয়। অংশগ্রহণকারীরা সাংবাদিক নিরাপত্তা, মত প্রকাশের স্বাধীনতা, পেশাগত মর্যাদা এবং হয়রানিমূলক মামলার অবসান—এমন নানা দাবিতে প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়ান। সংগঠনের নেতারা জানান, গত পাঁচ বছরে দেশজুড়ে সাংবাদিকদের ওপর বাড়তে থাকা আক্রমণ ও নিপীড়নের ঘটনাগুলো তাদের আন্দোলনের ভিত্তি মজবুত করেছে।

র‍্যালি উদ্বোধন করেন সাংবাদিক সুরক্ষা পরিষদের কেন্দ্রীয় আহবায়ক। তিনি বলেন, “সাংবাদিকেরা যখন মাঠে সত্য অনুসন্ধানে কাজ করেন, তখনই সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়েন। এই পাঁচ বছরে আমরা দেখেছি, অনেক সাংবাদিক হামলার শিকার হয়েছেন, নিখোঁজ হয়েছেন, মিথ্যা মামলার যাঁতাকলে পিষ্ট হয়েছেন। সেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকার শক্তিটাই আমাদের সংগঠনের মূল প্রেরণা।”

তিনি আরও জানান, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব হলেও বাস্তবে অনেক ক্ষেত্রেই এর ঘাটতি দেখা যায়। সে কারণেই সাংবাদিক সুরক্ষা পরিষদ মাঠে থেকে সহায়তা, আইনি সহযোগিতা, প্রতিবাদ এবং জনমত গঠনের কাজ করে যাচ্ছে।

র‍্যালিতে অংশ নেওয়া বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদকরা বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রায়ই নানা ধরনের চাঁপ, ভয়ভীতি, স্থানীয় প্রভাবশালী চক্রের হুমকি এবং মিথ্যা মামলা মোকাবিলা করতে হয়। তাদের ভাষ্য, “সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীন গণমাধ্যম টিকবে না, আর স্বাধীন গণমাধ্যম না থাকলে গণতন্ত্রও টিকবে না।”

বিকেলের র‍্যালিটি জাতীয় প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে তোপখানা রোড, পল্টন মোড় হয়ে আবার প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পুরো শোভাযাত্রা জুড়ে ছিল ঢাকডোল, স্লোগান আর উৎসবের আবহ। র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের নেতারা সাংবাদিক নির্যাতনের প্রতিটি ঘটনার বিচার দাবি করেন এবং আগামী দিনে আরও বৃহৎ পরিসরে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষার লড়াই কেবল একটি সংগঠনের কাজ নয়; এটি সমাজের দায়িত্ব। তারা আশা প্রকাশ করেন, আগামী দিনে সরকার, প্রশাসন এবং গণমাধ্যম মালিকপক্ষ আরও দায়িত্বশীল ভূমিকা রাখবে।

আয়োজকরা জানান, “সাংবাদিক নিরাপত্তা ও অধিকার রক্ষার যাত্রায় সবার অংশগ্রহণই আমাদের শক্তি। পাঁচ বছরের পথচলা আমাদের আরও দূর এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে।”

পাঁচ বছর পূর্তির এই র‍্যালি শুধু উৎসব নয়, বরং সাংবাদিক সমাজের নিরাপত্তা ও স্বাধীনতার দাবিকে আরও জোরালোভাবে সামনে আনার এক গুরুত্বপূর্ণ ঘোষণা—এমনটাই জানান অংশগ্রহণকারীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS