ঢাকা-১৭ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান বলেছেন, “তার দল ক্ষমতায় এলে দেশের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপত্তা নিশ্চিতকরণ ও উন্নত চিকিৎসা ব্যবস্থার প্রসারে কাজ করবে।” তিনি বলেন, “পরিকল্পিত প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজকে স্বনির্ভর করে তোলা হবে এবং তাদের সঙ্গে নিয়ে ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনে কাজ চলবে।”
শুক্রবার বিকেল ৩ টায় গুলশান পশ্চিম সাংগঠনিক থানার উদ্যোগে কড়াইল টিএন্ডটি মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
ডা. খালিদুজ্জামান জানান, এলাকায় ডেঙ্গু প্রতিরোধে ড্রেনেজ পরিষ্কার, ধাপে ধাপে মশারি বিতরণ এবং মশা নিধনে ওষুধ ও ফগার মেশিন সরবরাহ করা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা সহজ করতে নিয়মিত মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
বক্তব্য শেষে তিনি উপস্থিত প্রায় চার হাজার মানুষের হাতে মশারি তুলে দেন এবং মশা নিধনে ফগার মেশিনের কার্যক্রম উদ্বোধন করেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১৭ আসনের নির্বাচন কমিটির পরিচালক মোহাম্মদ হেদায়েত উল্লাহ এবং নির্বাচন কমিটির সদস্য সচিব ও বনানী থানার আমীর মিজানুর রহমান খান।
সমাবেশের সভাপতিত্ব করেন মহানগরী মজলিসে শূরা সদস্য ও গুলশান পশ্চিম থানা জামায়াতের আমীর মোঃ মাহমুদুর রহমান আজাদ। সঞ্চালনায় ছিলেন থানা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ ইসমাইল হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন আসন কমিটির শৃঙ্খলা বিভাগের পরিচালক আবদুল মোতালেব মঈন, বনানী সেক্রেটারি মাওলানা আব্দুর রাফি, ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা আব্দুল মান্নান, সমাজসেবক আবুল কালাম আজাদ, গুলশান পশ্চিম থানার কর্মপরিষদ ও ওয়ার্ড নেতৃবৃন্দ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply