ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে চালের কুড়ার বস্তার আড়ালে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ইন্ডিয়ান জিরার বস্তা উদ্ধার করেছে সিপিসি-২, র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা। ১৮ নভেম্বর মঙ্গলবার রাত সাড়ে ১১টায় ঢাকা সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে নাটাল মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় চালক ইউসুফ আলি (৩৩)কে ট্রাকসহ আটক করে ২৪০ বস্তা জিরা উদ্ধার করা হয়। আটককৃত চালক ইউসুফ আলি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের পনেরো রশিয়া গ্রামের মৃত আব্দুল করিম মিয়ার ছেলে। রাত সাড়ে ১২টায় এক প্রেস বিফ্রিংয়ের এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার তপন সরকার বলেন, সিপিসি-২, র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৮ নভেম্বর রাত সাড়ে ১১টায় পৌর শহরের নাটালের মোড়ে ঢাকা চেকপোস্ট স্থাপন করে বিশেষ তল্লাশি কার্যক্রম পরিচালনা করে। এসময় ঢাকাগামী একটি ট্রাক তল্লাশি চালিয়ে কুড়ার বস্তার আড়ালে লুকিয়ে রাখা চোরাচালানকৃত ২৪০ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জিরার আনুমানিক বাজার মূল্য পঞ্চাশ লক্ষ চল্লিশ হাজার টাকা।
তিনি আরো বলেন, চালক ইউসুফ আলিকে জিজ্ঞাসাবাদ করলেও সে কিছু বলতে পারেনি। শুধু জানিয়েছে কে বা কারা ট্রাকে মালামাল তুলে দিয়েছে। রাতেই আইনি প্রক্রিয়া শেষে আটককৃত চালক ইউসুফ আলিকে ভৈরব থানায় হস্তান্তর করা হবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply