ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে নিরাপদ খাদ্য আইনে অভিযান, ০৭ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা। শনিবার (১৫নভেম্বর)বিকেলে জনাব আরিফুল ইসলাম, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, বিশুদ্ধ খাদ্য আদালত, কিশোরগঞ্জ এর নেতৃত্বে নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার নিরাপদ খাদ্য অফিসার জনাব মো: আশরাফুল ইসলাম তালুকদার। বিজ্ঞ আদালত ডালপট্টি, ভৈরব বাজারে অবস্থিত মা কমলা ভান্ডারকে মথ ডালে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং মিশ্রিত করে মুগ ডাল হিসেবে বিক্রির অপরাধে ০১ লক্ষ টাকা অর্থদণ্ড, বিসিক শিল্প নগরীতে অবস্থিত জিলানী ফ্লাওয়ার মিলস এন্ড ফুড প্রোডাক্টসকে মোড়কে মেয়াদ উত্তীর্ণের তারিখ না দেয়ার অপরাধে ০২ লক্ষ টাকা অর্থদণ্ড, বটতলা রোডে অবস্থিত লোকনাথ মিষ্টান্ন ভান্ডার কে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও বিক্রির দায়ে ০২ লক্ষ টাকা অর্থদণ্ড, গোপাল মিষ্টান্ন ভান্ডারকে মিষ্টিতে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং মেশানো ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও বিক্রির দায়ে ০১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড, জান্নাত হোটেল এন্ড রিসোর্টকে ফ্রীজে বাসি খাবার সংরক্ষণ এবং দইয়ে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না দেয়ার অপরাধে এক লক্ষ ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
উক্ত আদালতকে সার্বিক সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব শংকর চন্দ্র পাল, পুলিশ, কিশোরগঞ্জ র্যাব ও আনসার ব্যাটালিয়নের একটি করে চৌকস দল।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply